নিজস্ব প্রতিবেদক:
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে চালানো পৃথক সন্ত্রাসবিরোধী অভিযানে নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী সংগঠনের ১২ সদস্য নিহত হয়েছে। অভিযানে পাকিস্তান সেনাবাহিনীর দুই সদস্য শহিদ হন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সোমবার (১৯ মে) এক বিবৃতিতে এই তথ্য জানায়।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, শনিবার ও রোববার গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাইবার পাখতুনখোয়ায় তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এবং বেলুচিস্তানে বেলুচিস্তান লিবারেশন ফ্রন্টের (বিএলএফ) বিরুদ্ধে অভিযান চালানো হয়।
খাইবার পাখতুনখোয়া:
লাক্কি মারওয়াত জেলায় পাঁচ, বন্নুতে দুই এবং মির আলি এলাকায় সেনা কনভয়ের ওপর অতর্কিত হামলার পর পাল্টা জবাবে আরও দুই সন্ত্রাসী নিহত হয়। এই সংঘর্ষে কর্পোরাল ফারহাদ আলী তুরি (২৯) ও ল্যান্স নায়েক সাবির আফ্রিদি (৩২) শহিদ হন। সেনাবাহিনী জানিয়েছে, এসব এলাকায় এখনো সন্ত্রাসী খোঁজে চিরুনি অভিযান চলছে।
বেলুচিস্তান:
আওয়ারান জেলার গিশকুর এলাকায় অভিযানে সন্ত্রাসী ইউনুস নিহত হয় এবং দুইজন আহত হয়। তুরবাত শহরে চালানো আরেক অভিযানে নিহত হয় সন্ত্রাসী নেতা সাবর উল্লাহ ও তার সহযোগী আমজাদ ওরফে বিচ্চু। তাদের কাছ থেকে বিপুল অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
আইএসপিআরের দাবি, অভিযানে নিহত সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলায় জড়িত ছিল। এসব সংগঠনের সঙ্গে ভারতের প্রত্যক্ষ মদদ থাকার অভিযোগ করেছে পাকিস্তান।
প্রতিক্রিয়া:
প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, নিরীহ মানুষের ওপর সন্ত্রাস চালিয়ে ভারতের ষড়যন্ত্র উন্মোচিত হয়েছে এবং এই অপচেষ্টা ব্যর্থ হবে।
এর আগে চলতি মাসে কাচ্চি জেলায় ভারতের মদদপুষ্ট বিএলএ-র পুঁতে রাখা বোমা বিস্ফোরণে সাত সেনা নিহত হয়। গত মাসে আইএসপিআর-এর মহাপরিচালক দাবি করেন, ভারত সরাসরি পাকিস্তানে হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে জড়িত।
আন্তর্জাতিক প্রেক্ষাপট:
তেহরিক-ই-তালিবান পাকিস্তান ২০২২ সালে যুদ্ধবিরতি শেষ করার পর থেকে দেশজুড়ে হামলার সংখ্যা বেড়েছে। ২০২৫ সালের মার্চে এক মাসেই ১০০টির বেশি হামলার ঘটনা ঘটে—যা ২০১৪ সালের পর সর্বোচ্চ। গ্লোবাল টেরোরিজম ইনডেক্স ২০২৫ অনুযায়ী, সন্ত্রাসবাদের ঝুঁকিতে পাকিস্তান এখন বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে।