নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় অবস্থিত পোশাক কারখানা ‘বেইস ফ্যাশনস লিমিটেড’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানার ফটকে বন্ধের নোটিশ দেখতে পান, যা পূর্বে কোনোভাবে জানানো হয়নি।
কারখানা হঠাৎ বন্ধ ঘোষণার প্রতিবাদে শ্রমিকরা গাজীপুরা-সাতাইশ সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে কারখানার সামনের সড়কে অবস্থান নিতে বাধ্য করে। এসময় টঙ্গী পশ্চিম থানা, শিল্পপুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, বেইস ফ্যাশনসে প্রায় ৮০০ শ্রমিক কর্মরত। গত ১৮ মে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে এক শ্রমিককে ছাঁটাই করে কারখানা কর্তৃপক্ষ। এর প্রতিবাদে পরদিন, সোমবার, শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। পরে রাতেই কর্তৃপক্ষ কারখানার ফটকে ‘অনির্দিষ্টকালের জন্য বন্ধ’ নোটিশ টানিয়ে দেয়।
ঘটনার বিষয়ে কারখানার মালিক এহতেরাব হোসেন বলেন, “আমার কারখানায় কোনো শ্রমিকের বেতন-ভাতা বকেয়া নেই।”
টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান জানান, “শ্রমিকদের বুঝিয়ে কারখানার সামনে সরিয়ে আনা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।”
উল্লেখ্য, শ্রমিকদের দাবি ও পরিস্থিতি বিবেচনায় দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে সংশ্লিষ্ট পক্ষগুলোর হস্তক্ষেপ কামনা করেছেন অনেকে।