মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক উপজেলা সভাপতি, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির নেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খাঁন একান্ত সাক্ষাৎকারে গণমাধ্যমকে জানান, মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে তিনি নির্বাচনী মাঠে নেমেছেন। তিনি বলেন, “স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থার উন্নয়ন সময়ের চাহিদা। একটি জাতি শিক্ষা ছাড়া কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারে না।”
তিনি আরও বলেন, “আমরা এখন বৈষম্যবিহীন শিক্ষানীতির দিকে অগ্রসর হচ্ছি। পাঠদানে শ্রেণি শিক্ষকদের আন্তরিকতা অত্যন্ত জরুরি। যদি কোনো বিদ্যালয় শ্রেণি শিক্ষকদের বিশ্রামাগারে পরিণত হয়, তাহলে শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হবে।”
তিনি বলেন, “আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে, বেগম খালেদা জিয়ার নির্দেশনায় এবং আগদমীর রাষ্ট্রোনায়ক তারেক রহমানের অনুপ্রেরণায় তার নির্দেশিত ৩১ দফা নিয়ে সাধারণ মানুষের মাঝে কাজ করে চলিছি। আগামীতিও করবো ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “দীর্ঘ ফ্যাসিবাদীর সময় স্থাণীয় রাজনীতিতে যখন চরম দুর্দিন আমি তখন নেতাকর্মীদের নিয়ে দলের পক্ষে কাজ করে গেছি। আমি বিএনপির আদর্শকে সমোন্নিত রাখতে দলের অসময়ে নির্যাতিত, নিপীড়িত, হামলা, মামলায় জড়িত নেতাকর্মীদের পাশে থেকে তাদের পরিচালিত করেছি। আজ অনেকেই দলের সুদিনে সুযোগ সন্ধানিদের কাতারে এসে দাঁড়িয়েছেন। আমি আশা করছি দল যখন ক্লিন ইমেজের নেতা খুঁজছেন তখন মনোনয়ন আমাদের পক্ষেই আসবে।”
শিক্ষানুরাগী এই মুক্তিযোদ্ধা আরও বলেন, “দেশ থেকে কিছুই চাই না। যা চাওয়ার ছিল, তা হলো এই দেশের স্বাধীনতা, যা আমরা পেয়েছি। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পার হয়ে গেলেও দেশের মানুষের মৌলিক চাহিদা পূরণ হয়নি। অপসংস্কৃতির আগ্রাসনে আমরা আজ নিমজ্জিত, যুবসমাজ মাদকের দিকে ঝুঁকে পড়ছে।”
তিনি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শ্রমবাজারে বৈষম্য এবং বেকারত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “সাধারণ মানুষ ন্যায্য বিচার পাচ্ছে না, শ্রমিকেরা পাচ্ছে না তাদের শ্রমের যথাযথ মূল্য। তরুণ প্রজন্ম কর্মসংস্থানের অভাবে হতাশায় ডুবে যাচ্ছে। অথচ এ বিষয়ে কর্তৃপক্ষের নেই কার্যকর কোনো উদ্যোগ।”
সাক্ষাৎকারের শেষভাগে তিনি বলেন, “আসুন, স্বদেশপ্রেম, জাতীয়তাবাদ ও ৩১ দফা বাস্তবায়নকে সামনে রেখে আমরা সকলে একযোগে কাজ করি—এই দেশকে গড়ে তুলি একটি টেকসই, মানসম্মত, উন্নত, দূর্ণীতিমুক্ত ও মানবিক বাংলাদেশে।”
এসময় বালিয়াকান্দি উপজেলা বিএনপি, ইসলামপুর, নবাবপুর, বহরপুর, মদাপুর, মাঝমাড়ী, নারুয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।