২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে জিলকদ, ১৪৪৬ হিজরি

নীলফামারীতে ফ্রি চক্ষু ক্যাম্প

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে ডিসিআই ও আরএসসির উদ্যোগে ‘বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) জেলা পরিষদ ডোমার ডাক বাংলো মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী- ১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চেধৗরী তুহিন।

উদ্ধোধনী বক্তব্যে তিনি বলেন, চোখ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। অত্র অঞ্চলের সুবিধাবঞ্চিত একটি মানুষও যেন চোখের বিনা চিকিৎসায় কষ্ট না পায় সেজন্যই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এখন থেকে প্রতিটি মানুষই যেন চোখের যথাযথ চিকিৎসা সেবা পায় সে লক্ষ্যে আমি কাজ করে যাবো এটাই আমার অঙ্গীকার।

উক্ত চক্ষু ক্যাম্পে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা বিএনপি সভাপতি রেয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, পৌর সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মোজাফ্‌ফর আলী, বিএনপি নেতা ইউসুফ প্রধান প্রমুখ।

ফ্রি চক্ষু ক্যাম্পে ১০০০ এর অধিক অসহায় মানুষ চক্ষু সেবা গ্রহণ করেন। তাদের মধ্যে ৪০০ জন ছানি রোগী, ৬০০ জন চশমার রোগী শনাক্ত করা হয়। উক্ত ক্যাম্পে মোট ৫৫০ জন রোগীকে ক্যাম্প থেকে চশমা প্রদান করা হয়েছে। ৬৫০ জন রোগীকে ওষুধ প্রদান করা হয় ও ছানি রোগীদের আগামী ২১ ও ২৩ মে, ২০২৫ মরিয়ম চক্ষু হাসপাতাল, সৈয়দপুরে অপারেশন করানো হবে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

রাজশাহীতে নাবিল গ্রুপের বর্জ্যে হুমকির মুখে পরিবেশ ও জনসাধারণ

মোঃ সিহাব আলম সম্রাট, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিভাগের গ্রামীণ জনপদ এখন আর শুধু ফসলের মাঠ নয়, বিষের ভাগাড়ে রূপ নিচ্ছে। বিশেষ করে নাবিল গ্রুপের মালিকানাধীন

চাঁপাইনবাবগঞ্জের আামের ঐতিহ্যকে ফিরিয়ে এনে আধুনিক প্রযুক্তি ব্যবহারে মাধ্যমে অর্থনৈতিক পরিবর্তন সম্ভব

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ আবহাওয়ার বৈশিষ্ট্যের সূত্র ধরে বাংলাদেশের একেক জেলার মাটি একেক ফসলের জন্য বেশী উপযোগীর ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার উৎপাদিত আম বিশ্ববিখ্যাত। কৃষি

উজিরপুর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি মাসুম সম্পাদক মুন্না

মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের পেশাদারী সংগঠন উজিরপুর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। ১৯ মে সোমবার সন্ধা ৭ টায়

সংগ্রামী মায়ের গল্প: বৃষ্টির মধ্যেও চলমান এক জীবনযুদ্ধ

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি: বৃষ্টির দিনে আমরা যখন জানালার পাশে দাঁড়িয়ে প্রকৃতি উপভোগ করি, তখনই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর প্রশাসনিক ভবনের পাশের খালি জায়গায় কিছু

Scroll to Top