২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে জিলকদ, ১৪৪৬ হিজরি

ভারত-মিয়ানমার সীমান্তে পিডিটি সদস্যদের নিহত: সীমানা লঙ্ঘন নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক:

ভারতের মণিপুর রাজ্যে মিয়ানমার সীমান্তে ভারতীয় আধাসামরিক বাহিনী আসাম রাইফেলসের গুলিতে অন্তত ১০ জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছেন। ভারতের দাবি, তারা মিয়ানমারের সাগাইন অঞ্চলের পিপলস ডিফেন্স টিম (পিডিটি)-এর সদস্য এবং সীমান্ত অতিক্রম করে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন। তবে মিয়ানমারের স্থানীয় বাসিন্দা ও প্রতিরোধ যোদ্ধাদের দাবি, ঘটনাটি সীমান্তের ওপারে, অর্থাৎ মিয়ানমারের অভ্যন্তরে ঘটেছে।

ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মণিপুরের চান্দেল জেলার নিউ সামতাল গ্রামের কাছে অভিযান চালানো হয়। তারা আরও জানায়, এ সময় বিপুলসংখ্যক অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে—যার মধ্যে রয়েছে সাতটি একে-৪৭ রাইফেল, একটি আরজিপি লঞ্চার, একটি এম৪ রাইফেল এবং চারটি সিঙ্গেল-ব্যারেল ব্রিচ-লোডিং রাইফেল।

তবে তামুর স্থানীয়রা বলছেন, পিডিটির চৌকি ভারত-মিয়ানমার সীমান্তের বেড়া থেকে দেখা যায় এবং ভারতীয় বাহিনী সীমান্ত পেরিয়ে গুলি চালায়। একজন স্থানীয় ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, নিহতরা সবাই তামু জেলার পিডিটি সদস্য এবং ঘটনাটি মিয়ানমারের ভূখণ্ডে ঘটেছে।

ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) বলেছে, তারা মাঠপর্যায়ের তথ্য বিশ্লেষণ করে ভারত সরকারের সঙ্গে আলোচনায় রয়েছে। তাদের দাবি, নিহতদের মুখে আঘাতের চিহ্ন ছিল এবং তাদের মরদেহগুলো তারপুলিনে মুড়িয়ে ফেরত পাঠানো হয়েছে। এক যোদ্ধা বলেন, “আমরা দস্যু নই, অপরাধী নই। আমরা সামরিক জান্তার বিরুদ্ধে লড়ছি। ভারতের মতো গণতান্ত্রিক রাষ্ট্রের এমন আচরণ করা উচিত হয়নি।”

১৬ মে ভারত মিয়ানমার পক্ষকে মরদেহগুলো হস্তান্তর করেছে বলে জানা গেছে। এই ঘটনার পর সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা।

এ ঘটনায় দুই দেশের মধ্যে কূটনৈতিক সমন্বয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া নজর কেড়েছে। সীমান্তের ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে গুলি চালানোর অভিযোগ যথেষ্ট উদ্বেগজনক বলে মনে করছেন বিশ্লেষকেরা।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে থাকার ঘোষণা চীনের

নিজস্ব প্রতিবেদক: কাশ্মীর ইস্যু ঘিরে ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পাশে থাকার ঘোষণা দিয়েছে চীন। বেইজিং সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

ভারতে মতপ্রকাশের স্বাধীনতায় কুঠারাঘাত, আতঙ্কে লেখক-শিক্ষাবিদ-সাংস্কৃতিক কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তান সাময়িক উত্তেজনা কমলেও, এর প্রতিক্রিয়া এখনো ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে। দেশটির ক্ষমতাসীন উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকারের বিরুদ্ধে এখন মতপ্রকাশের স্বাধীনতা দমনের

যুক্তরাষ্ট্রে ‘পাওয়ার স্কুল’ হ্যাক: ৬ কোটির বেশি শিক্ষার্থী-শিক্ষকের তথ্য চুরি, তরুণ হ্যাকার দোষ স্বীকার

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের বৃহত্তম শিক্ষা সফটওয়্যার কোম্পানি ‘পাওয়ার স্কুল’-এর সাইবার নিরাপত্তা ভেঙে লাখ লাখ শিক্ষার্থী ও শিক্ষকের গোপন তথ্য চুরির ঘটনায় ম্যাসাচুসেটসের ১৯ বছর বয়সি

গাজায় ১৪ হাজার শিশু মৃত্যুর ঝুঁকিতে, ৪৮ ঘণ্টার মধ্যে ত্রাণ না পৌঁছালে চরম বিপর্যয়: জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক: গাজায় চলমান মানবিক সংকট আরও ভয়াবহ রূপ নিচ্ছে। জাতিসংঘ সতর্ক করেছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পর্যাপ্ত ত্রাণ না পৌঁছালে অন্তত ১৪ হাজার শিশু

Scroll to Top