২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে জিলকদ, ১৪৪৬ হিজরি

চীনে যাবে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন আম, রপ্তানি সম্ভাবনা দেখতে চাঁপাইনবাবগঞ্জে ইপিবি ভাইস-চেয়ারম্যান

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চলতি মৌসুমে চীনে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের প্রস্তুতি ও চ্যালেঞ্জ পর্যবেক্ষণে চাঁপাইনবাবগঞ্জ সফর করেছেন ইপিবির ভাইস-চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন।

মঙ্গলবার দুপুরে তিনি জেলার বিভিন্ন রপ্তানিযোগ্য আমবাগান পরিদর্শন করেন এবং স্থানীয় কৃষক ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এক আলোচনা সভায় অংশ নেন তিনি।

সভায় আনোয়ার হোসেন বলেন, চাঁপাইনবাবগঞ্জের আম আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক হতে পারে। মান ও প্যাকেজিংয়ে উন্নতি এনে আমরা বৈদেশিক বাজারে অবস্থান শক্ত করতে চাই। এ বছর চীনে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন আম রপ্তানির পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি জানান, আম রপ্তানির টেকসই উন্নয়নে ‘ম্যাংগো বোর্ড’ গঠন, জাতীয় পর্যায়ে আম নীতিমালা প্রণয়ন, হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান, আধুনিক প্রসেসিং সুবিধা, কৃষকদের জন্য স্বল্পমূল্যের সোলার প্যানেল, রাজশাহী বিমানবন্দর থেকে কার্গো সুবিধা চালু এবং কৃষিভিত্তিক ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

রপ্তানির প্রসারে আগামী মাসে বিদেশি কূটনীতিক ও আমদানিকারকদের চাঁপাইনবাবগঞ্জে এনে ‘আম উৎসব’ আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি। এতে এখানকার সুমিষ্ট আমের বিশ্বব্যাপী প্রচার ও বিপুল বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ইপিবি ভাইস-চেয়ারম্যান।

ভারতের সঙ্গে স্থলপথে চলমান রপ্তানি জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, সরকার ইতোমধ্যে বিষয়টি নিয়ে কাজ করছে। দ্রুতই এ সমস্যার সমাধান হবে।

চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইপিবির পণ্য পরিচালক মো. শাহজালাল, চেম্বারের সহসভাপতি আখতারুল ইসলাম রিমনসহ স্থানীয় চাষি ও ব্যবসায়ীরা।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

চা শিল্পে উন্নতির গল্প, শ্রমিকের জীবনে শুধু বঞ্চনা নেই নূন্যতম সুখ

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি আজ বিশ্ব চা দিবস। চার কাপের চেয়ে বেশি চায়ের দেশে চায়ের প্রতি মানুষের আগ্রহ প্রবল হলেও বছরের পর বছর অবহেলিত থেকে

চট্টগ্রাম বন্দর ও বিনিয়োগ বিষয়ে চৌধুরী আশিক মাহমুদের সঙ্গে নগর জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

মোহাম্মদ রকিবুল হক শাকিল, চট্টগ্রাম প্রতিনিধি: আজ, ১৪ মে ২০২৫ইং চট্টগ্রাম বন্দর এবং বিনিয়োগ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ

কিশোরগঞ্জের মঙ্গলবাড়ীয়ার লিচুর কদর দেশজুড়ে, যাচ্ছে বিদেশেও

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জ পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়ীয়ার লিচুর কদর ও সুখ্যাতি দেশজুড়ে। আকারে যেমন বড় তেমনি রঙ এবং স্বাদেও সেরা। তবে এবার চাষীরা দাম

রাস-আল-খাইমাহ চেম্বার চেয়ারম্যানের সঙ্গে দুবাই কনসাল জেনারেলের বিনিয়োগ ও বাণিজ্য আলোচনা

এম এম আবু বকর হারুন, আরব আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের রাস-আল-খাইমাহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত চেয়ারম্যান মোহাম্মেদ আলী আল নুয়াইমির সঙ্গে দ্বিপাক্ষিক

Scroll to Top