মাসফিকুল হাসান,বেরোবি প্রতিনিধি:
২০ মে ২০২৫, মঙ্গলবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর ইয়ুথ এন্ডিং হাঙ্গার সাংগঠনিক জেলার আয়োজনে গংগাচড়া আদর্শ হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেলো “নারীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ওয়ার্কশপ”।
এই ওয়ার্কশপে নারীদের স্বাস্থ্য সচেতনার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও সচেতনতার নানা দিক তুলে ধরা হয়। মূল আলোচক হিসেবে সেশনটি পরিচালনা করেন উম্মে খায়ের খুশবু, যিনি রংপুর তাজহাটে অবস্থিত ইনস্টিটিউট অব হেলথ্ টেকনোলোজির ল্যাবরেটরি মেডিসিন বিভাগের শিক্ষার্থী।
ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গংগাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ এনামুল হক।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংগঠনিক জেলার জেলা সমন্বয়কারী হাসান আলী, যুগ্ম সমন্বয়কারী নাজমুস সাকিব ও আল হুমাইরা জান্নাতি ঐশী।
এছাড়া ইয়ুথ লিডারদের মধ্যে উপস্থিত ছিলেন নাফিস ইকবাল, আর্টস ইউনিট থেকে জান্নাতুল ফেরদৌস কেয়া, সাইন্স ইউনিট থেকে মাসফিকুল হাসানসহ আরও অনেক ইয়ুথ লিডারগণ।
উপস্থিত সকলেই ওয়ার্কশপের বিষয়বস্তু এবং কার্যক্রমকে সময়োপযোগী ও গঠনমূলক বলে অভিহিত করেন।
এই উদ্যোগের মাধ্যমে নারীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমাজে ইতিবাচক বার্তা পৌঁছাবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।