খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিনে মায়ের সাথে পুকুরে গোসল করতে গিয়ে অসাবধানতাবশত ৭ বছর বয়সের এক ছেলে শিশু পুকুরের পানিতে ডুবে যায়।
(২০ মে) মঙ্গলবার দুপুর ২টায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের পশ্চিম শশীগঞ্জ গ্রামের ভাওয়াল পুকুরে এ ঘটনা ঘটে। শিশুটি স্থানীয় বাসিন্দা মো. হালিম মাঝির পুত্র মো. হোসেন (৭)।
ফায়ার সার্ভিস বিকাল সারে ৩টায় ঘটনাস্থলে পৌঁছে তাদের একটি ডুবুরি দল ডাকেন। শুরু থেকেই স্বজন এবং স্থানীয়রা জাল টেনে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন।
বরিশাল থেকে রাত সারে ৮টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দলটি ঘটনাস্থলে পৌঁছে ১০ মিনিটের তৎপরতায় ৭ ঘন্টা পর শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।
শিশুটির মা জানিয়েছেন, আমি শিশুটিকে নিয়ে পুকুরে গোসল করতে গিয়েছিলাম এবং শিশুটি প্রতিদিনের ন্যায় পুকুরের কিনারায় সাঁতার কাটছিল পরক্ষণেই শিশুটিকে ডুবে যেতে দেখে আমি কয়েকবার হাত বাড়িয়ে উদ্ধার করার চেষ্টা করি কিন্তু মনে হলো শিশুটিকে কেউ নিচের দিকে টেনে নিয়ে গেছে।
এ ঘটনায় স্থানীয় ও দূর দূরান্ত থেকে আসা প্রায় ৫ হাজার উৎসুক জনতার সমাগম ঘটে। এবং জনমনে নানান কৌতুহল সৃষ্টি হয়।