মোঃ নুর আলম পাপ্পু, খোকসা প্রতিনিধিঃ
কুষ্টিয়া জেলার খোকসা থানাধীন বেতবাড়িয়া ইউনিয়নের বনগ্রামের বামনবাড়া এলাকায় ১৯ মে রাত আনুমানিক ১১:৩০ টায় গড়াই নদীর পাশে এক অজ্ঞাতনামা প্রবীণ নারীর (প্রায় ৬৫ বছর বয়সী) মরাদেহ পাওয়া গেছে।
একজন স্থানীয় জেলে মাছ ধরতে গিয়ে নদীতে ভাসমান মরদেহটি দেখতে পান এবং দ্রুত থানায় খবর দেন। খবর পাওয়ার পরপরই খোকসা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে, নৌ-পুলিশ কে অবহিত করে নৌ পুলিশ এসে মরাদেহটি উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে।
খোকসা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে: মরদেহের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের সহযোগিতায় শনাক্তকরণ প্রক্রিয়া চলছে। কেউ যদি এই বিষয়ে কোনো তথ্য জেনে থাকেন, অনুগ্রহ করে নিকটস্থ থানা বা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন।
নৌ-পুলিশ জানিয়েছে:
“মরাদেহটি নদীপথে ভেসে আসতে পারে। আমরা আশেপাশের থানাগুলোর সঙ্গে যোগাযোগ করছি এবং নিখোঁজ ব্যক্তিদের তালিকা যাচাই করছি।”
এটি কেবল একটি খবর নয়, একজন মানুষের পরিচয় এবং একটি পরিবারের অপেক্ষার বিষয়। আপনার একটি শেয়ার হয়তো কোনো পরিবারকে তাদের প্রিয়জনের খোঁজ দিতে পারে। পোস্টটি শেয়ার করুন, হয়তো আপনার মাধ্যমে কেউ শনাক্ত হতে পারে।