২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে জিলকদ, ১৪৪৬ হিজরি

পক্ষপাতের অভিযোগে নির্বাচন কমিশনের পুনর্গঠনের দাবি, ইসি ভবনের সামনে এনসিপির বিক্ষোভ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন কমিশন (ইসি) পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ এনে কমিশনের ওপর আস্থা প্রত্যাহার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ কারণে ইসি পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আজ নির্বাচন কমিশন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দলটি।

মঙ্গলবার রাতে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির নেতারা এই কর্মসূচির ঘোষণা দেন। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব আখতার হোসেন।

সংগঠনের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম অভিযোগ করেন, “নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। তাই তাদের ওপর ভরসা রাখা যাচ্ছে না। দ্রুত ইসি পুনর্গঠন প্রয়োজন।” তিনি আরও বলেন, ৫ আগস্টের পর সবকিছুকে পরিকল্পিতভাবে জাতীয় নির্বাচনের দিকে নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, জুনের মধ্যেই নির্বাচন হবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া জরুরি। একই সঙ্গে তিনি গণপরিষদ ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান।

ঢাকা উত্তরের প্রশাসক মোহাম্মদ এজাজ প্রসঙ্গে তিনি বলেন, এনসিপির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কিছু দল টেন্ডার না পেয়ে তার বিরুদ্ধে অভিযোগ তুলেছে। সরকারের উচিত বিষয়টি তদন্ত করা। অন্তর্বর্তী সরকারের কাজ কোনো দলকে সন্তুষ্ট করা নয়, বরং জনকল্যাণ নিশ্চিত করা।

দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী বলেন, বর্তমান নির্বাচন কমিশনের কার্যক্রম আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। এ কারণে কমিশন পুনর্গঠন ছাড়া বিকল্প নেই।

সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, “২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অবৈধ নির্বাচন ঘিরে যে জটিলতা তৈরি হয়েছে, তার জন্য নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ভূমিকা দায়ী। ‘ইশরাক হোসেন বনাম শেখ ফজলে নূর তাপসগং’ মামলায় বিবাদী হয়েও কমিশন আদালতে কার্যকরভাবে অংশ নেয়নি, যার ফলে একতরফা রায় প্রদান করা হয়েছে।”

তিনি আরও জানান, উচ্চ আদালতে প্রতিকার না চেয়ে ইসি মামলার বাদীকে বিশেষ সুবিধা দিয়েছে, যা পক্ষপাতের ইঙ্গিত দেয়। এমনকি রায় ঘোষণার আগেই ১৯ আগস্ট প্রশাসক নিয়োগ দেওয়া হয় এবং পরে রাতারাতি গেজেট প্রকাশ করা হয়, যা ইসির পক্ষপাতদুষ্ট অবস্থানকে স্পষ্ট করে।

এছাড়া ২০২২ সালের ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন’কে অবৈধ ও ফ্যাসিবাদী সরকারের তৈরি আইন হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, এই আইনের ভিত্তিতে গঠিত কমিশনের ওপর দেশের গণতান্ত্রিক পক্ষগুলোর আস্থা নেই। পলাতক ও মানবতাবিরোধী অপরাধীদের নির্বাচন থেকে বহিষ্কারের প্রস্তাব বাতিল করায় বর্তমান কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ বলেও মন্তব্য করেন তিনি।

বিক্ষোভের মাধ্যমে ইসি পুনর্গঠনের দাবিতে আজ মাঠে নামার ঘোষণা দিয়েছে এনসিপি।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

জৈন্তাপুরে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম জাহিদ, জৈন্তাপুর প্রতিনিধিঃ জৈন্তাপুরে “তারুণ্যের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি” শীর্ষক সেমিনার (২৭ মে) এবং “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ” (২৮ মে) সফল করার

নির্বাচন ভবনের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশ

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে

হারুয়ালছড়ি ইউনিয়ন কৃষকদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ভূজপুর থানার আওতাধীন ৫ নং হারুয়ালছড়ি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের

চাঁদাবাজির অভিযোগে মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সংবাদ সম্মেলন

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুল্লাহ আল ইসলাম সোহাগের বিরুদ্ধে চাঁদা না দেওয়ায় একদল সুবিধাবাদী যুবদল

Scroll to Top