২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে জিলকদ, ১৪৪৬ হিজরি

নির্বাচন ভবনের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশ

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে নির্বাচন ভবনে বাড়তি নিরাপত্তা জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২১ মে) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে দলটির নেতা-কর্মীরা।

এনসিপি কলাবাগান প্রতিনিধি মাসুম বিল্লাহ তার বক্তব্যের বলেন, নতুন ভাবে, নতুন করে নির্বাচন কমিশনের (ইসি) নিয়োগ করা হোক। তড়িঘড়ি করে এই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কিছু নেতারা উল্টাপাল্টা কথা বলে আসছেন। একটি রাজনৈতিক দল বালুর ট্রাক সরাতে পারেনি, তারা আজকে বড় বড় কথা বলছে। গত ১৫-১৬ বছরের স্বৈরাচার সরকারকে আন্দোলন করে যারা ক্ষমতাচ্যুত করেছে, তারা কি কাউকে ভয় করতে পারে? তারা কারো কথায় দুর্বল হয়ে যাবে না। প্রয়োজন হলে আমরা আবার আন্দোলন করব। প্রয়োজনে রক্ত দেব, জীবন দেব তারপরও অন্যায়ের কাছে মাথা নত করব না।

এ সময় আরো বক্তব্য রাখেন এনসিপি প্রতিনিধি পল্লবী থানা ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর, রমনা থানা প্রতিনিধি ইসরাত জাহান, মিরপুর মডেল থানা প্রতিনিধি সাইফুল ইসলাম, উত্তরা উত্তর-পূর্ব থানা প্রতিনিধি ফাহিম সরকার, হাতিরঝিল থানা প্রতিনিধি জিয়াউল হুদাসহ আরো অনেকে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

জৈন্তাপুরে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম জাহিদ, জৈন্তাপুর প্রতিনিধিঃ জৈন্তাপুরে “তারুণ্যের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি” শীর্ষক সেমিনার (২৭ মে) এবং “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ” (২৮ মে) সফল করার

পক্ষপাতের অভিযোগে নির্বাচন কমিশনের পুনর্গঠনের দাবি, ইসি ভবনের সামনে এনসিপির বিক্ষোভ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ এনে কমিশনের ওপর আস্থা প্রত্যাহার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ কারণে ইসি পুনর্গঠন এবং

হারুয়ালছড়ি ইউনিয়ন কৃষকদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ভূজপুর থানার আওতাধীন ৫ নং হারুয়ালছড়ি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের

চাঁদাবাজির অভিযোগে মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সংবাদ সম্মেলন

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুল্লাহ আল ইসলাম সোহাগের বিরুদ্ধে চাঁদা না দেওয়ায় একদল সুবিধাবাদী যুবদল

Scroll to Top