আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি
ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুয়াবিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে এডভোকেট মোহাম্মদ ইসমাইল গণীকে মনোনীত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম থেকে গত ২০ মে ২০২৫ তারিখের এক স্মারকে এডহক কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।
উক্ত স্মারক অনুযায়ী, বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য বোর্ডের প্রবিধানমালা-২০২৪ এর প্রবিধান ৬৪ অনুসারে ৬ (ছয়) মাস মেয়াদে এই এডহক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন— উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত অভিভাবক প্রতিনিধি সৈয়দ শামসুন হুদা, জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি জয়নুল আবেদীন এবং প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব।
এডভোকেট মোহাম্মদ ইসমাইল গণী এ দায়িত্ব পেয়ে মহান আল্লাহর শোকর আদায় করেন এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
প্রসঙ্গত, বোর্ডের নির্দেশনা অনুযায়ী এডহক কমিটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ করবে। তবে শিক্ষক-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে তাদের এখতিয়ার থাকবে না।