২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে জিলকদ, ১৪৪৬ হিজরি

বাধ ভেঙে নদীতে বিলীন,নলছিটির রানাপাশা ও মোল্লারহাট এলাকার ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে ইউএনও ও পানি উন্নয়ন বোর্ড

ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ও মোল্লারহাট ইউনিয়নের সীমানা ঘেষা হদুয়া লঞ্চ ঘাট,ইসলামাবাদ সহ ভাঙন কবলিত কয়েকটি এলাকা পরিদর্শন করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো:নজরুল ইসলাম ও ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি দল।

২১ মে মঙ্গলবার সকাল দশটায় রানাপাশা ইউনিয়নের হদুয়া প্রান্ত থেকে ইঞ্জিনচালিত নৌকায় ভাঙন কবলিত এলাকায় পৌছান ও ভাঙন ঝুকিতে থাকা এলাকাগুলো পরিদর্শন করেন এবং নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের সাথেও কথাবার্তা বলেন তারা।
এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী উত্তম হালদার ও নাহিদ হাসান,উপ সহকারী প্রকৌশলী সাজেদুল বারী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন,উপজেলা খাদ্য কর্মকর্তা সালাহউদ্দিন খান,রানাপাশা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
এসময় নলছিটি উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ভাঙন রোধে অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করার লক্ষ্যে উর্ধ্বতন কর্মকতাদের সাথে আলোচনা করা হবে বলেও আস্বস্ত করেন।
বেশ কয়েক বছর যাবত নদীর ভাঙনের কবলে পরে এই এলাকার অনেক বারিঘর এবং বেরিবাধও ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে ইতোমধ্যে।

এল্লেখ্য যে এই স্থানেই কিছুদিন আগে আগে পার্শ্ববর্তী দুই ইউনিয়নকে নদীগর্ভে বিলীন হওয়া থেকে বাচাতে ব্যবস্থা গ্রহনের দাবিতে মানববন্ধন করেছিলো স্থানীয়রা।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ২ জনের মৃত্যু

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি নীলফামারীতে ঘরের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দু’জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

চাহিদা মিটিয়ে নীলফামারীতে কোরবানির জন্য উদ্বৃত্ত ৬৫ হাজার পশু

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নীলফামারীতে গরু পালনকারী ও খামারিদের প্রস্তুতি প্রায় শেষপর্যায়ে। এখন খামারিদের কাছে আসছেন পশু ব্যবসায়ীরা।

শিবগঞ্জে বজ্রপাতে নিহতের পরিবারদের মাঝে নগদ অর্থ প্রদান

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে নিহত দুই পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা

দুমকিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

জাকির হোসেন হাওলাদার, পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় মোটরের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ নজরুল ইসলাম (২৬) নামে এক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

Scroll to Top