মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে ঘরের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দু’জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
বুধবার (২১ মে) দুপুরে নীলফামারী সদরের চাপড়া সরমজানি ইউনিয়নের পশ্চিম চাপড়া ইটাপির ফকিরপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, সোলায়মান বাবু (৭০) ও শাবনা বেগম (৩৫)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওয়াতন বেগম (৬৫)। তিনি বর্তমানে নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ঘরের কাজ করছিলেন স্বামী-স্ত্রী ও পুত্রবধূ। ঘরের খুঁটি লাগানোর সময় অসাবধানতাবশত উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার ছিঁড়ে তাদের গায়ের উপরে পড়ে যায়। মুহূর্তেই তারা তাতে জড়িয়ে পড়েন। ঘটনাস্থলেই মারা যান সোলায়মান বাবু ও তার পুত্রবধূ শাবনা বেগম। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবুর স্ত্রী। স্থানীয়রা তাকে আহত অবস্থা উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করেন, বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
নীলফামারী সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত মরদেহ দুইটি উদ্ধার করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।