মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
আগামী ২৮ মে ঢাকায় তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি মোতাবেক রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজবায়ড়ী জেলা শাখা ও ইসলামপুর ইউনিয়ন শাখার নেতাকর্মীরা।
বুধবার (২১ মে) বিকালে জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া বাজারে এই বিক্ষোভ মিছিল ও আচোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাডভোকেট সাজেদুর রহমান ইদ্রিসের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ তুহিনুর রহমান তুহিন।
ইসলামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ছগির হোসেন, মোঃ মাসুদ রানা, উজ্জ্বল মন্ডল, পিরুল মাহমুদ, শাসিম মন্ডল, মোঃ ইমদাদুল হক ও মুক্তার হোসেন প্রমুখ।
বক্তাগণ বলেন, তারেক রহমান ডাক দিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অংগসংগঠন মাঠে নেমে আসবে।
জিয়া পরিবারের ক্ষমতার আকাঙ্খা থাকতো তাহলে তারেক রহমান দেশে ফিরে এসে সমাবেশ করতো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতার লোভে লোভি নয়। এরা চায় সাধারণ মানুষের শান্তিতে রাখতে। দেশ ভালো থাকবে, দেশের মানুষ ভালো থাকবে এটাই আমাদের দলের প্রধানের চাওয়া।
আজ দেশের মানুষ নির্বাচন চায়। ফ্যাসিস্ট সরকার ক্ষমতাচ্চ্যুত হয়ে দেশে থেকে পালিয়ে যাওয়ার পর আরেকটি শক্তি জেকে বসেছে। অতিদ্রুত দেশে সাধারন নির্বাচন না দিলে দলের কেন্দ্রীয় ঘোষনার পর যমুনা ঘেরাও কর্মসুচী দেওয়া হয়ে।
এসময় উপস্থিত ছিলেন, মোঃ শহিদুল ইসলাম, তুহিন মোল্লা, হৃদয় আহমেদ ফারুক, মোঃ সোহান, মোঃ হাসান আলীসহ ইসলামপুর, নবাবপুর, বহরপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।