নিজস্ব প্রতিনিধি:
গাজীপুরের একটি পরিবার তাদের নিখোঁজ হওয়া মেয়েকে নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছে। গত ২০ মে মঙ্গলবার, রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এলাকা থেকে নিখোঁজ হয়েছেন ফাহিমা নামের ২০ বছর বয়সী এক তরুণী, যিনি উক্ত পলিটেকনিকের শিক্ষার্থী ছিলেন।
তার মা নুরুন্নাহার (৩৭), পিতা মৃত আব্দুল গফুর, মাতা রাজিয়া খাতুন, জাতীয় পরিচয়পত্র নম্বর ১৯৩৮৬৬৬০৬০— এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরির (জিডি) আবেদন করেছেন।
নুরুন্নাহার জানান, “গত মঙ্গলবার বিকেল ৫টা ১৫ মিনিট থেকে পরদিন সকাল ৭টার মধ্যে আমার মেয়ে নিখোঁজ হয়।আমরা তার সকল পরিচিত স্থানে খোঁজ করেছি, কিন্তু কোথাও তাকে পাইনি।”
নিখোঁজ তরুণীর বাসার স্থায়ী ও বর্তমান ঠিকানা গাজীপুর সিটি করপোরেশনের গাজীপুর সদর থানাধীন বি.এ.এফ ১৭০৩ নম্বর এলাকার অন্তর্গত। নিখোঁজের সময় তার পরনে ঠিক কী ছিল, সেটি মায়ের বিবরণীতে পরিষ্কারভাবে উল্লেখ করা না হলেও, পরিবারের পক্ষ থেকে দ্রুত উদ্ধারের দাবি জানানো হয়েছে।
জরুরি প্রয়োজনে পরিবারের পক্ষ থেকে যোগাযোগের জন্য মোবাইল নম্বর দেওয়া হয়েছে – ০১৮১১২৪৭৭৩৭ (পরিবারের নম্বর)।
নুরুন্নাহার বলেন, “আমার মেয়েকে খুঁজে পেতে আপনারা যদি সাহায্য করেন, আমরা কৃতজ্ঞ থাকব। ইতিমধ্যে থানায় সাধারণ ডায়েরি করেছি।”
শেরেবাংলা নগর থানার এক দায়িত্বশীল কর্মকর্তা মো: সাইফুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং যত দ্রুত সম্ভব তরুণীকে খুঁজে বের করতে সব ধরনের সহায়তা দেওয়া হবে।