রুবেল ফরাজী, শিবচর প্রতিনিধিঃ
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু দক্ষিণ ও শিবচর থানার সীমান্তবর্তী মোল্লারহাট এলাকায় হাইওয়ে পুলিশের তল্লাশিচৌকিতে ভুয়া র্যাব সদস্য সেজে প্রতারণার চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করেছে শিবচর হাইওয়ে থানা পুলিশ।
আটককৃত ব্যক্তির নাম মো. আশিকুর রহমান (৩২)। তিনি রাজশাহী জেলার তানোর থানার মালশিরা গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে। জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে সেনাবাহিনীর সাবেক সদস্য হিসেবে পরিচয় দেন এবং জানান, বর্তমানে তিনি র্যাবের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন।
পুলিশ জানায়, আজ বুধবার সকালে নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় একটি মাইক্রোবাসকে থামানোর নির্দেশ দিলে ওই গাড়ি থেকে একজন ব্যক্তি কোমরে পিস্তল সদৃশ বস্তু ও হাতে ওয়াকিটকি নিয়ে নেমে আসেন। নিজেকে র্যাব সদস্য দাবি করে তিনি বলেন, “আমাদের গাড়িতে একজন আসামি আছে।” পাশাপাশি তিনি একটি পরিচয়পত্রও প্রদর্শন করেন।
তবে তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে পুলিশ পরিচয়পত্রটি যাচাই করে এবং সেটি ভুয়া প্রমাণিত হলে তাকে ঘটনাস্থলেই আটক করা হয়।
মাইক্রোবাসে আরও পাঁচজন ব্যক্তি থাকলেও তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িসহ পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি ধাতব খেলনা পিস্তল, একটি ওয়াকিটকি, দুটি ভুয়া পরিচয়পত্র, একটি ঘড়ি, একটি মোবাইল ফোন ও নগদ ৫,০০০ টাকা জব্দ করেছে।
এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “আটককৃত ব্যক্তি র্যাবের সদস্য নন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া পলাতক ব্যক্তিদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।”