১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে সফর, ১৪৪৭ হিজরি

উজিরপুরে নিজস্ব কার্যালয়ে ইউনিয়ন পরিষদ স্থানান্তরের দাবিতে মানববন্ধন

মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর প্রতিনিধিঃ

বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিষদের স্থায়ী ও নিজস্ব কার্যালয়ে স্থানান্তরের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী। ২২ মে বৃহস্পতিবার সকাল ৯ টায় উজিরপুর -সাতলা সড়কের কেসবকাঠী নামক স্থানে ইউনিয়ন পরিষদের সামনে নিজস্ব জমিতে নির্মিত ভবনে স্থানান্তর করার দাবিতে এ মানববন্ধন করা হয়। এ সময়ে ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সেলিম মনজুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও দলীয় সাবেক চেয়ারম্যান প্রার্থী মোঃ কামরুজ্জামান টুলু, উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ পনির খান, ৪ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি আব্দুস সালাম বেপারী, ৫ নং ওয়ার্ড জামায়েত ইসলামের সভাপতি জিয়াউল হক, সাবেক ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান, ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ মোস্তফা কামাল। এ সময় বক্তারা বলেন সাবেক স্বৈরা শাসক আমলে আওয়ামী লীগের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন মাস্টার ও আব্দুল খালেক রাড়ি ইউনিয়ন পরিষদ কে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করা উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদের ভবনটিকে পরিত্যক্ত দেখিয়ে নিজ বাড়ির অফিস বানিয়ে সরকারের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন।

একই সাথে অসহায় ও গরীব সেবা প্রার্থীদেরকে আর্থিক সামাজিক ও মানসিক হয়রানি করেছেন। বক্তারা আরো বলেন, ইউনিয়ন পরিষদ টি মেরামতের জন্য ১৫ লক্ষ টাকা বরাদ্দ হলেও নিজের বাড়িতে ইউনিয়ন পরিষদের অফিস দেখিয়ে ভাড়া উত্তোলনের জন্য ভালো ভবনটিকে ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা এই বিষয়ে বলেন, দীর্ঘদিন পরিত্যক্ত থাকার কারণে ভবনটি ব্যবহার অনুপযোগী হয়ে রয়েছে , মেরামত করতে অর্থ বরাদ্দের জন্য আমরা চিঠি লিখেছি, বর্তমানে ইউনিয়ন পরিষদের প্রশাসককে পরিষদটির কার্যক্রম চালাতে নিরপক্ষ ও বিতর্কমুক্ত জায়গা খুঁজছি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top