মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে ঘরের কাজ করার সময় শশুর বিদ্যুৎ স্পৃষ্ট হলে শশুরকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল শশুর ও পুত্রবধূর।
বুধবার (২১ মে) দুপুরে নীলফামারী জেলা সদরের চাপড়া সরমজানি ইউনিয়নের ইটা পির ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘরের কাজ করার সময় বিদ্যুৎ স্পৃ’ষ্ট হয়ে একই পরিবারের দুইজন নি*হ*ত হয়েছেন। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও একজন।
নি*হ*তরা হলেন- ওই এলাকার স্থানীয় বাসিন্দা সোলায়মান বাবু (৭০) এবং তার ছেলে ওয়াজেদ আলীর স্ত্রী শাবনা বেগম (৩৫)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সোলায়মান বাবুর স্ত্রী ওয়াতন বেগম (৬৫)। তিনি বর্তমানে নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঝড় বৃষ্টির কারণে বসতবাড়ি ভেঙে যাওয়ায় বাঁশের খুঁটি লাগানোর কাজ করছিলেন সোলেমান বাবু। বাঁশের খুঁটি লাগানোর কাজ করার সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। তাকে উদ্ধার করতে এগিয়ে আসে তার স্ত্রী ওয়াতন বেগম ও তাদের পুত্রবধূ সাবানা বেগম। এ সময় তারাও বিদ্যুৎ স্পৃষ্ট হন। ঘটনাস্থলে মারা যান পুত্রবধূ সাবানা বেগম। পরে আশেপাশের লোকজন সোলেমান বাবুর স্ত্রী ওয়াতন বেগমকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করান।
এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, “এটা অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। আমরা শোকাহত পরিবারের পাশে রয়েছি এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা করছি।”
ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। তারা ঘটনাটি খতিয়ে দেখছেন এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতার আহ্বান জানিয়েছেন।