২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে জিলকদ, ১৪৪৬ হিজরি

নীলফামারীতে শশুরকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল শশুর ও পুত্রবধূর

মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীতে ঘরের কাজ করার সময় শশুর বিদ্যুৎ স্পৃষ্ট হলে শশুরকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল শশুর ও পুত্রবধূর।

বুধবার (২১ মে) দুপুরে নীলফামারী জেলা সদরের চাপড়া সরমজানি ইউনিয়নের ইটা পির ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘরের কাজ করার সময় বিদ্যুৎ স্পৃ’ষ্ট হয়ে একই পরিবারের দুইজন নি*হ*ত হয়েছেন। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও একজন।

নি*হ*তরা হলেন- ওই এলাকার স্থানীয় বাসিন্দা সোলায়মান বাবু (৭০) এবং তার ছেলে ওয়াজেদ আলীর স্ত্রী শাবনা বেগম (৩৫)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সোলায়মান বাবুর স্ত্রী ওয়াতন বেগম (৬৫)। তিনি বর্তমানে নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঝড় বৃষ্টির কারণে বসতবাড়ি ভেঙে যাওয়ায় বাঁশের খুঁটি লাগানোর কাজ করছিলেন সোলেমান বাবু। বাঁশের খুঁটি লাগানোর কাজ করার সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। তাকে উদ্ধার করতে এগিয়ে আসে তার স্ত্রী ওয়াতন বেগম ও তাদের পুত্রবধূ সাবানা বেগম। এ সময় তারাও বিদ্যুৎ স্পৃষ্ট হন। ঘটনাস্থলে মারা যান পুত্রবধূ সাবানা বেগম। পরে আশেপাশের লোকজন সোলেমান বাবুর স্ত্রী ওয়াতন বেগমকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করান।

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, “এটা অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। আমরা শোকাহত পরিবারের পাশে রয়েছি এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা করছি।”

ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। তারা ঘটনাটি খতিয়ে দেখছেন এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতার আহ্বান জানিয়েছেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

নাচোলে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নাচোল থানা পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) সকালে উপজেলার সদর ইউনিয়নের নাচোল-আড্ডা সড়কের গনইর

খোকসায় গড়াই নদীতে ভেসে আসা অজ্ঞাত নারীর মরদেহের পরিচয় মিলেছে

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা প্রতিনিধিঃ গত ১৯ মে রাতে কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের বনগ্রামের বামনপাড়া চরে গড়াই নদীর তীরে ভেসে আসা এক অজ্ঞাত

চাউলের বস্তায় চোলাই মদ, দীঘিনালায় পুলিশের অভিযানে জব্দ

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় চাউলের বস্তায় লুকানো চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ১০টার দিকে

উজিরপুরে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জমি নির্বাচনের অনিয়ম ও দুর্নীতি বিষয়ে সরজমিনে তদন্ত কমিটি

মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর প্রতিনিধিঃ দেশব্যাপী ৩২৯ টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের অংশ হিসেবে উজিরপুরের বামরাই ইউনিয়নের হস্থিশুন্ড মৌজায় পরিত্যাক্ত বহরকাঠি হাটের জমিতে

Scroll to Top