আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)-এর আহ্বানে ফ্যাসিবাদ বিরোধী পাঁচটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) রাতে পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু, ইসলামী আন্দোলনের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমেদ, প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবসহ জোটভুক্ত বিভিন্ন নেতৃবৃন্দ।
বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি নিয়ে গভীর আলোচনা হয়। নেতৃবৃন্দ যে কোনো মূল্যে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ রাখার আহ্বান জানান। একই সঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষায় কোনো ষড়যন্ত্রকারী মহলের অপচেষ্টা মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনুছের নেতৃত্বে প্রয়োজনীয় সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. মোহাম্মদ শফিকুর রহমান মুঠোফোনে বৈঠকে একমত পোষণ করেন।
নেতৃবৃন্দ আগামী দিনে শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ নিশ্চিত এবং দেশ গঠনে যৌথ কৌশল গ্রহণের বিষয়েও মতবিনিময় করেন।