মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় মানবিক সহায়তার অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (২২ মে) সকালে দীঘিনালা সেনা জোনের ব্যবস্থাপনায় উপজেলার মেরুং ইউনিয়নের নয় মাইল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই মেডিকেল ক্যাম্প।
এতে নয় মাইল ত্রিপুরা পাড়া ও আশপাশের গ্রামের শতাধিক নারী, পুরুষ ও শিশু বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক পিএসসি’র দিকনির্দেশনায় পরিচালিত এ কার্যক্রম সম্পর্কে রেজিডেন্ট মেডিকেল অফিসার ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রনি জানান, “শুধু চিকিৎসা নয়, আমরা মানুষের সঙ্গে একটি মানবিক সম্পর্ক স্থাপন করতে চাই।”
চিকিৎসা নিতে আসা রেজুনাথ ত্রিপুরা জানান, “অনেক দিন ধরে হাঁটু ও বুকের ব্যথায় ভুগছিলাম। এখানে এসে চিকিৎসা ও ওষুধ পেয়েছি, ভালো লাগছে।”
শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনীর এমন উদ্যোগ পার্বত্য এলাকার মানুষের আস্থা অর্জনে সহায়ক হচ্ছে। স্থানীয়দের মতে, স্বাস্থ্যসেবা ছাড়াও সেনাবাহিনীর এসব উদ্যোগ পাহাড়ি জনপদের মানুষের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধন তৈরি করছে।