মুহাম্মদ আমিন, কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নে সম্পূর্ণ বৈধভাবে ক্রয়কৃত জমি দখল করে বসে আছেন আপন ছোট ভাই—এমন চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন মৃত মোহাম্মদ খুইল্লা মিয়ার বড় ছেলে আবু তাহের। স্থানীয় সন্ত্রাসীদের মদদে চলা এই দখল প্রক্রিয়ায় আজ তিনি এবং তার পরিবার পড়েছেন মারাত্মক নিরাপত্তাহীনতায়।
আবু তাহের ২০২৪ সালের ৩ জুলাই ০.০১৮০ একর জমি আইনগতভাবে রেজিস্ট্রি করে ক্রয় করেন আবু ছিদ্দিক, দিলু আরা বেগম ও আয়েশা বেগমের কাছ থেকে। দলিলে জমির মৌজা, খতিয়ান, দাগ নম্বর ও সম্পত্তির সীমানাসহ যাবতীয় বৈধ তথ্য সন্নিবেশিত রয়েছে। কিন্তু কিছুদিনের মধ্যেই তাহের দেখতে পান—তারই আপন ছোট ভাই আবুল মনজুর, স্থানীয় সন্ত্রাসী বাহিনীর সহযোগিতায়, জমিটি জোরপূর্বক দখল করে নেয় এবং সেখানে ভরাট কাজ শুরু করে।
এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করলে থানা কর্তৃপক্ষ ও আইনজীবী শাহজালাল চৌধুরী ও সরওয়ার জাহান চৌধুরীর মাধ্যমে দখল ছাড়ার নির্দেশ প্রদান করা হয়। কিন্তু সেই নির্দেশনা অমান্য করে মনজুর গং এখনো জমি দখল করে রেখেছে।
অভিযোগ রয়েছে, আবুল মনজুর তার সহযোগী আবুল কালাম, মির কাশেমসহ অর্ধশতাধিক সন্ত্রাসী নিয়ে বারবার আবু তাহের ও তার পরিবারের ওপর হামলা চালাচ্ছে। প্রতিনিয়ত দেওয়া হচ্ছে খুনের হুমকি। বিষয়টি জানার পর স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।
আবু তাহের বলেন, “আমি আমার কষ্টার্জিত অর্থ দিয়ে জমি কিনেছি, যার দলিল ও রেকর্ড আমার নামে রয়েছে। কিন্তু আমার আপন ভাই জমি দখল করে আমাকে ও আমার পরিবারকে জীবননাশের হুমকি দিচ্ছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই প্রশাসনের কাছে ন্যায়বিচার ও নিরাপত্তার জোর দাবি জানাচ্ছি।”
এ ঘটনায় দ্রুত তদন্ত করে জমির প্রকৃত মালিককে দখল ফিরিয়ে দেওয়া এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
আইনের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে এই ধরনের সন্ত্রাসী দখল চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ এখন সময়ের দাবি।