নিজস্ব প্রতিবেদক:
বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে শহিদ ও আহতদের দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী।
শুক্রবার (২৩ মে) দুপুরে নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়ায় শহিদ আরমান মোল্লার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগের বিনিময়েই অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আজ যে নিরাপদে রাজনীতি করতে পারছি, তা তাদেরই অবদান। শহিদদের ভুলে যাওয়া জাতির জন্য লজ্জাজনক হবে।”
তিনি জানান, শহিদ আরমান মোল্লার পরিবারের দায়িত্ব ‘আমরা বিএনপি পরিবার’ নিয়েছে এবং তাদের পাশে সবসময় থাকবে।
বর্তমান সরকারের সমালোচনা করে রিজভী বলেন, “শহিদ পরিবারগুলোর পাশে দাঁড়ানো রাষ্ট্র ও সরকারের দায়িত্ব ছিল, যা তারা পূরণ করতে ব্যর্থ হয়েছে। কেন এত অবহেলা করা হচ্ছে? নিহতদের তালিকা এখনো সরকারের কাছে নেই কেন?”
এ সময় শহিদ আরমান মোল্লার পরিবারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো নগদ অর্থ সহায়তা তুলে দেন রিজভী।