২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের পুনর্বাসনে অধ্যাদেশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক:

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন নিশ্চিত করতে ‘জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ২৯তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস।

বিকালে মন্ত্রিপরিষদ বিভাগের জনসংযোগ কর্মকর্তা সুমন মেহেদী সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উত্থাপনায় প্রণীত এই অধ্যাদেশটি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং শেষে চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রী পরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খসড়া অধ্যাদেশ ও চুক্তি অনুমোদিত হয়েছে।

এর মধ্যে রয়েছে:

  • মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন ‘দ্য প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ (সংশোধন) ২০২৫’ এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন।
  • বাংলাদেশ ও নেদারল্যান্ডস সরকারের মধ্যে নৌ প্রতিরক্ষা সামগ্রী সংক্রান্ত সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের প্রস্তাব।
  • সরকারি চাকরি অধ্যাদেশ (সংশোধন) ২০২৫ এর খসড়াও লেজিসলেটিভ বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

এছাড়াও সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন প্রসঙ্গে বলা হয়, বাস্তবায়নযোগ্য সুপারিশসমূহ যাচাই করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহ মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে পরবর্তী উপদেষ্টা পরিষদ বৈঠকে মতামত দাখিল করবে। এই প্রক্রিয়ার সার্বিক সমন্বয়ের দায়িত্বে থাকবে মন্ত্রিপরিষদ বিভাগ।

এই অধ্যাদেশগুলোর অনুমোদনকে চলমান রাজনৈতিক সংস্কার প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

আরেকটা এক-এগারোর বন্দোবস্ত চলছে: নাহিদ ইসলাম

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি: আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড

মান-অভিমান ভুলে দায়িত্ব পালনের আহ্বান মামুনুল হকের

নিজস্ব প্রতিবেদক: হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানকে মান-অভিমান ভুলে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। শুক্রবার (২৩ মে) জুমার নামাজ

দুমকির শহিদকন্যা ধর্ষণে অংশ নেয় ৩ কিশোর, মিলেছে পর্ণোগ্রাফি তৈরির প্রমাণ

জাকির হোসেন হাওলাদার, পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, আলোচিত শহিদকন্যার ধর্ষণে সরাসরি অংশ নেয় তিন কিশোর। একইসঙ্গে তারা ভুক্তভোগীর বিবস্ত্র ছবিও তুলেন। আদালতে জমা

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে হেফাজতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: আলোচিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা-কর্মীরা। শুক্রবার (২৩ মে)

Scroll to Top