২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

টাঙ্গাইল জেলা জেটেব কমিটি গঠিত: কালিহাতীর বেতডোবায় সাংবাদিক সম্মেলনে ঘোষণা

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ
জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব)-এর টাঙ্গাইল জেলা শাখার নবগঠিত ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়েছে। এ উপলক্ষে ২৩ মে বৃহস্পতিবার সকাল ১১টায় কালিহাতী সদরের বেতডোবায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে নবগঠিত কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সভাপতিত্ব করেন এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার শের শাহ আলি সম্মেলনটি সঞ্চালনা করেন।

এসময় বক্তৃতা করেন কমিটির ১নং যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম খোকন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক কৃষিবিদ অজিহুল্লাহ, টাঙ্গাইলের বিশিষ্ট ব্যবসায়ী মোফাজ্জল খান, কমিটির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ, ইঞ্জিনিয়ার সঞ্জিত সাহা, এবং ইঞ্জিনিয়ার সুজন পাল প্রমুখ।

জেটেব কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ফখরুল আলম এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এ.বি.এম. রুহুল আমিন আকন্দের যৌথ স্বাক্ষরে এই ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি ১৯ মে ২০২৫ তারিখে অনুমোদিত হয়। কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ৯০ দিন, যার মধ্যে জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন, টাঙ্গাইল জেলার টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত উন্নয়ন ও সংগঠনের বিস্তারে এই কমিটি কার্যকর ভূমিকা রাখবে। তারা আরও বলেন, টেক্সটাইল প্রকৌশলীরা দেশের শিল্পায়নে একটি বড় ভূমিকা পালন করছেন, যা জাতীয় অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে কেন্দ্রীয় জেটেবসহ জেলার বিভিন্ন পর্যায়ের সদস্যরা অভিনন্দন জানিয়েছেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লো বাস, খুঁটির ধাক্কায় উল্টে নিহত ২

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে প্রান্তিক পরিবহন নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কায় উল্টে ২ জন নিহত হয়েছেন। এতে

চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী যুব কর্মসংস্থান ও আম রপ্তানি শীর্ষক সেমিনার

মোঃ তুহিন, (চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি): চাঁপাইনবাবগঞ্জ ফোরামের উদ্যোগে শুক্রবার (২৩ মে) দিনব্যাপী চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী যুব কর্মসংস্থান ও আম রপ্তানি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা শহরের শাটু

দীঘিনালার মধ্য বোয়ালখালীতে মানবিক যুব সমাজ: মানবতার সেবায় একঝাঁক তরুণ

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড, মধ্য বোয়ালখালী গ্রামে গড়ে উঠেছে একটি ব্যতিক্রমধর্মী স্বেচ্ছাসেবী সংগঠন—‘মানবিক

পটুয়াখালীতে মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলার উদ্বোধন

জাকির হোসেন হাওলাদার, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী জেলার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর আয়োজনে মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার

Scroll to Top