৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শেষ হলো সিলেট অঞ্চলের বিডিবিও আঞ্চলিক জীববিজ্ঞান উৎসব – ২০২৫

আদিব হাসান প্রান্ত, সিকৃবি প্রতিনিধি:

২৩ মে,২০২৫ শুক্রবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বিডিবিও আঞ্চলিক জীববিজ্ঞান উৎসব। সিলেট বিভাগের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের তিনটি ক্যাটাগরিতে ১৫০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রধান আয়োজক হিসেবে কাজ করেন বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড।

শুক্রবার সকাল ৭ টা ৩০ এ অনুষ্টানের প্রধান সহযোগী এনজাইমগণ তাদের নিজ নিজ আইডকার্ড এবং টিশার্ট সরবরাহ করা হয়। ৮ টা ৩০ এ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়রে সকল শিক্ষার্থীদের বসানো হয়। অলিম্পিয়াডের মূল পর্ব শুরু হয় সকাল নয়টায় জাতীয় সংগীত, উদ্বোধনী বক্তব্য এবং শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী।

প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। এবং বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড সিলেট অঞ্চলের সভাপতি প্রফেসর ড. মৃতুঞ্জয় কুন্ড।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেছেন, ক্রমবর্ধমান জনসংখ্যা ও প্রাণী সম্পদের খাদ্য চাহিদা পূরণে জীব বিজ্ঞান বিষয়ক গবেষণার বিকল্প নেই। তিনি বলেন মলিকুলার বায়োলজি বিষয়ে ছাত্র-ছাত্রীদের স্কুল পর্যায় থেকে হাতে-কলমে শিক্ষা দিতে হবে।

সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী বলেন, ছাত্র-ছাত্রীদের অনুসন্ধিৎসু হতে হবে। অগ্রসর পৃথিবীতে এগিয়ে যেতে হলে সময়োপযোগী ও প্রায়োগিক গবেষণার বিকল্প নেই। শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক হতে হবে। বিষয় ভিত্তিক জ্ঞান অর্জনে জীববিজ্ঞান অলিম্পিয়াডের মতো প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত নির্ধারিত কক্ষে শিক্ষার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। তারপর আবার কেন্দ্রীয় অডিটোরিয়ামে প্রশ্নত্তোর পর্ব অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা জীব বিজ্ঞান রিলেটেড অনেক প্রশ্ন করেন।

প্রশ্নোত্তর পর্বে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের প্রশ্নের যথাযথ উত্তর দেন। বিকাল তিনটা ত্রিশে বিজয়ীদের পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। উল্লেখ্য জাতীয় পর্যায়ে চূড়ান্ত মনোনীতগণ ফিলিপাইনে অনুষ্ঠিত আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশ গ্রহনের সুযোগ পাবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top