২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

ফটিকছড়ির পূর্ব ভুজপুর মিরের খীল কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন সম্পন্ন

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি

ফটিকছড়ি উপজেলার পূর্ব ভুজপুর মিরের খীল এলাকায় নবনির্মিত দৃষ্টিনন্দন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৩ মে) জুমার নামাজের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মসজিদটি উদ্বোধন করা হয়।

মসজিদটি নির্মাণে সহযোগিতা করেন বাংলাদেশের অন্যতম মানবিক ও সামাজিক সংগঠন আল-মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও এলাকার ধর্মপ্রাণ জনতা।

উদ্বোধনী জুমার নামাজে ইমামতি করেন জামিয়া ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদরাসার শায়খুল হাদিস ও প্রধান মুফতি ভূজপুরের কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুফতি মাহমুদ হাসান ভূজপুরী।

কাজিরহাট মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুফতি আহমদুল হক-এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আল-মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক মাওলানা শরীফ উদ্দীন বিন জমির উদ্দীন নানুপুরী, চেয়ারম্যান শাহাজাহান চৌধুরী শিপন, ইউপি সদস্য শেখ ইব্রাহিম, ফটিকছড়ি উপজেলা প্রশাসক একরাম উদ্দিন নাছির, মাওলানা জুনায়েদ বিন জালাল, মাওলানা জসিম উদ্দিন আমতলী, মাওলানা আবু তালেব, মাওলানা শফিউল আলম, এরশাদ বিন জালাল, মাওলানা ওজাইর, শফিউল আলম নূরী, নাজিম উদ্দীন বাচ্চু, ইদ্রিস চৌধুরী, আবু বক্কর চৌধুরী, মাস্টার রিজোয়ান, সেলিম উদ্দীন, মীর জসিম উদ্দিন, কাজী জসিম উদ্দিন, সভাপতি জসিম উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক রহিম উদ্দিন, অর্থ সম্পাদক মাস্টার এমরান, মোঃ সোহেল রানা, মোজাহের মিয়া, আমানউল্লাহ, মাস্টার হাশেম, সৈয়দ নুর কামাল উদ্দিনসহ স্থানীয় সর্বস্তরের জনসাধারণ।

দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রায় 5000 বর্গফুট আয়তনের এই দৃষ্টিনন্দন মসজিদে একসাথে ৭০০ থেকে ৮০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদের মনোমুগ্ধকর নকশা ও পরিবেশ মুসল্লিদের মুগ্ধ করে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

তজুমদ্দিনে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় গ্রেফতার ১

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধিঃ ভোলার তজুমদ্দিন উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে চলমান একটি জলকপাট নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার স্বীকার দৈনিক

দীঘিনালার বোয়ালখালী গরুর বাজারে গরুর সরবরাহ পর্যাপ্ত, তবু নেই ক্রেতা — হতাশায় খামারিরা ও ব্যবসায়ীরা

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি কোরবানির ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে জমে উঠেছে পশুর হাট। তবে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বোয়ালখালী গরুর

জুলাই ঐক্যের সংবাদ সম্মেলন এবং কর্মসূচি ঘোষণা

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে জাতিকে বিভিন্ন বিভক্ত করার ষড়যন্ত্র চলছে। ভারতীয় প্রক্সি স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তার রেখে যাওয়া

টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লো বাস, খুঁটির ধাক্কায় উল্টে নিহত ২

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে প্রান্তিক পরিবহন নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কায় উল্টে ২ জন নিহত হয়েছেন। এতে

Scroll to Top