২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চাঁদা না দেওয়ায় ঘর নির্মাণে বাধা, ভাঙ্গুড়ায় বিএনপি নেতাদের বিরুদ্ধে নারীর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

পাবনার ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ দলটির ছয়জন নেতাকর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন এক নারী। তার দাবি, নিজ বাড়ি নির্মাণের সময় তাদের পক্ষ থেকে মোটা অঙ্কের চাঁদা চাওয়া হয়। টাকা না দেওয়ায় নির্মাণে বাধা দেওয়া হয় এবং তাকে শ্লীলতাহানির হুমকিও দেওয়া হয়।

গত ২০ মে দুপুরে ভুক্তভোগী নারী ভাঙ্গুড়া থানায় এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে যাদের বিরুদ্ধে নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন—পৌর বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মোতালেব হোসেন (৫৩), মানিক হোসেন (৩৫), আকতার হোসেন (৫৫), মো. সরপু আলী (৪৫) ও আলাউদ্দিন (৪৫)।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, নিজস্ব জমিতে ঘর নির্মাণ শুরুর পর অভিযুক্তরা প্রথমে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরবর্তীতে বিএনপি সভাপতি রফিকুল ইসলামের নাম বলে ৫০ হাজার টাকা দাবি করা হয়। টাকা না দেওয়ায় তারা নির্মাণকাজে বারবার বাধা দেন এবং প্রকাশ্যে অপমানজনক আচরণ করেন।

ভুক্তভোগী নারী বলেন, “আমার স্বামী অসুস্থ। আমি নিজে ঘরের কাজ শুরু করি। তখন থেকেই তারা চাপ সৃষ্টি করে। ৫০ হাজার টাকা না দেওয়ায় নির্মাণ বন্ধ করে দেয়। বাধ্য হয়ে থানায় অভিযোগ করেছি। আমার কাছে ঘটনার সিসিটিভি ফুটেজও রয়েছে।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, “ওই নারী মিথ্যা অভিযোগ করেছেন। জমি নিয়ে বিরোধ রয়েছে। সমাধানের জন্য কয়েকবার তারা আমার কাছে এসেছেন। আমি শান্তিপূর্ণভাবে মীমাংসার চেষ্টা করেছি। পরে পৌরসভা থেকেই নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়।”

জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন, “রফিকুল ইসলাম একজন ভালো মানুষ। তিনি দীর্ঘদিন আওয়ামী লীগ সরকারের সময় কাউন্সিলর ছিলেন। তবে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top