আব্দুল মাবুদ মাহমুদ ইউসুফ, মনোহরদী প্রতিনিধিঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলার মনোহরদী থানাধীন কাচিকাটা ইউনিয়ন শাখার ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠান সংগঠনের ইউনিয়ন কার্যালয়ে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ মাওলানা সাইফুল্লাহ প্রধান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন:
“দেশে ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হলে তৃণমূল পর্যায় থেকেই সংগঠনকে শক্তিশালী করতে হবে। কাচিকাটা ইউনিয়ন শাখার নতুন কমিটি নিঃসন্দেহে একটি শক্ত ভিত তৈরি করবে ইনশাআল্লাহ। ইসলামই আমাদের মুক্তির পথ, আর এই পথেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “বর্তমান সমাজে নৈতিক অবক্ষয় ও বৈষম্যের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশই একমাত্র আদর্শিক বিকল্প শক্তি। ইউনিয়ন পর্যায়ে যারা দায়িত্ব নিচ্ছেন, তাদেরকে কোরআন-সুন্নাহর আলোকে দায়িত্ব পালনের জন্য আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি।”
নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন:
সভাপতি: মাওলানা শফিকুল আলম দুলাল
সহ-সভাপতি: মাওলানা জাহাঙ্গীর আলম, মুফতী হাদিউল ইসলাম, সেক্রেটারি: মাওলানা মাহফুজুর রহমান, জয়েন্ট সেক্রেটারি: মাওলানা মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক: মুহাম্মাদ হাবিবুর রহমান দুলাল, প্রচার ও দাওয়াহ সম্পাদক: মুস্তফা কামাল বাদল, দপ্তর সম্পাদক: মুহাম্মাদ মুখলেছুর রহমান, অর্থ ও প্রকাশনা সম্পাদক: মাওলানা কামাল মাহমুদ, প্রশিক্ষণ সম্পাদক: মুফতী নাজমুল ইসলাম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক: মুফতী নাজমুল হাসান, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক: মাওলানা মুশাররফ হোসাইন, কৃষি ও শ্রম সম্পাদক: মুহাম্মাদ খুরশেদ আলম, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক: ফজলুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক: আক্কাছ আলী, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক: ওমর আলী, শিল্প ও বাণিজ্য সম্পাদক: জজ মিয়া, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: শেখ জসীম উদ্দীন, সদস্য: আব্দুল আওয়াল, খোরশেদ মোল্লা ও আব্দুল হান্নান প্রমুখ।