২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৫ শিক্ষার্থী

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দ্বিতীয়বারে মতো কৃতি শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। এতে আটটি অনুষদের সর্বোচ্চ ফল অর্জনকারী ৩৫ শিক্ষার্থীকে এই অ্যাওয়ার্ড দেয়া হয়।

শনিবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অ্যাওয়ার্ড দেয়া উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতি অনুষদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ও যৌথভাবে সর্বোচ্চ ফলাফল অর্জনকারীদের মেডেল, সনদপত্র ও আর্থিক সম্মাননা দেয়া হয়।

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ডিনস কমিটির আহ্বায়ক ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. এবিএম সিদ্দিকুর রহমান আশ্রাফীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি, প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও প্রভোস্টসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, আমি প্রথমেই অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানাই। তোমাদের সিভিতে আজকে থেকে একটি স্টার যুক্ত হলো। তোমরা প্রথম হয়েছো যোগ্যতার ভিত্তিতে। যেই যোগ্যতা প্রতিফলন তোমাদের কর্মক্ষেত্রে ঘটবে। তোমরা ভবিষ্যতে আরো উজ্জ্বলতার স্বাক্ষর রাখবে।

তিনি আরও বলেন, “এই বিশ্ববিদ্যালয় তোমাকে আজ অসাধারণ হিসেবে স্বীকৃতি দিচ্ছে। এই পুরস্কারের মর্যাদা তোমাকে চাকরি জীবনে প্রদর্শন করতে হবে। তুমি যোগ্যতা দিয়ে প্রথম হয়েছো এটা কোনো সাধারণ বিষয় নয়। কর্মজীবনে তুমি এটার প্রতিনিধিত্ব করবে। তোমরা যতটুকু চেষ্টা করবে ততটুকুই পাবে। আজকে যারা জুনিয়র উপস্থিত আছো তারা ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্তদের থেকে তাদের সাফল্যগাঁথা গল্প শুনে অনুপ্রেরণা নিতে পারো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩.৮৫ এর নিচে কোনো ডিন’স অ্যাওয়ার্ড দেয়া হয়না। অথচ আমাদের ৩.৮৫ থেকে কম সিজিপিএতে অ্যাওয়ার্ড দেয়া হলো। আমাদের সিজিপিএ বেশি দিতে সমস্যা কোথায়? যারা মেধাবী, পরিশ্রমী এবং গুণগত মানসম্মত, যারা আশাবাদী তাদেরকে সিজিপিএ বেশি করে দেয়া উচিত। তাহলে তারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। এজন্য সিজিপিএ দেয়ার ক্ষেত্রে শিক্ষকদের হাতকে একটু প্রশস্ত করতে হবে।”

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

আদিনা কলেজে রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকী উদযাপিত

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি  আজ ২৪ মে ২০২৫ তারিখ শনিবার জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আদিনা ফজলুল হক সরকারি কলেজে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

নজরুল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব পেলো বাপ্পি-মোমেনের নতুন নেতৃত্ব

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি: নজরুল বিশ্ববিদ্যালয় তথা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্কিল ডেভেলপমেন্ট ক্লাব’ক্যারিয়ার ক্লাব’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

শেষ হলো সিলেট অঞ্চলের বিডিবিও আঞ্চলিক জীববিজ্ঞান উৎসব – ২০২৫

আদিব হাসান প্রান্ত, সিকৃবি প্রতিনিধি: ২৩ মে,২০২৫ শুক্রবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বিডিবিও আঞ্চলিক জীববিজ্ঞান উৎসব। সিলেট বিভাগের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের তিনটি ক্যাটাগরিতে

বাকৃবিতে ‘অ্যাস্থেটিক বাউ’-এর আয়োজনে ‘মুহূর্তের মায়াজাল’

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সৃজনশীল সংগঠন ‘অ্যাস্থেটিক বাউ’-এর উদ্যোগে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক আয়োজন ‘মুহুর্তের মায়াজাল: ফটো, আর্ট এন্ড

Scroll to Top