নিজস্ব প্রতিবেদক: রুবেল ফরাজী
রাজধানীর দারুস সালাম থানার ১০ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য সচিব শান্তনূর হোসেন রুবেলকে দল থেকে বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে তার কর্মী ও সমর্থকরা।
শুক্রবার (২৩ মে) দুপুরে গাবতলী, মাজার রোড ও মিরপুর বাংলা কলেজ এলাকাজুড়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে যুবদলের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ফ্যাসিবাদী সরকারের আমলে দায়েরকৃত মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় রুবেল কারাবন্দি থাকা অবস্থায় তাকে দল থেকে অবৈধভাবে বহিষ্কার করা হয়— যা সম্পূর্ণ অন্যায় ও অগণতান্ত্রিক।
‘কারাগারে থাকা অবস্থায় বহিষ্কার—একটি নজিরবিহীন সিদ্ধান্ত’
বক্তারা বলেন, রুবেল ছিলেন বাংলা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক এবং ১০ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনৈতিক সংগ্রামে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে ৫০টির অধিক মিথ্যা রাজনৈতিক মামলা দায়ের করা হয়েছে, যার ফলে তিনি একাধিকবার কারাবরণ করেন। সর্বশেষ ২০২৪ সালের ৭ জুলাই তিনি গ্রেফতার হন এবং টানা ১০ মাস কারাভোগের পর ২০২৫ সালের ১৭ মে জামিনে মুক্তি পান।
এই অবস্থায়, গত বছরের ২০ আগস্ট দলের পক্ষ থেকে তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়, যা রুবেল ও তার সমর্থকদের দাবি অনুযায়ী সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
দলীয় নেতৃত্বের প্রতি আবেদন
রুবেল ইতোমধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহারের লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল এবং সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বরাবর লিখিত আবেদন করেছেন। আবেদনে তিনি উল্লেখ করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি নেই এবং তিনি রাজনৈতিকভাবে প্রতিহিংসার শিকার।
তরুণ সমাজের দাবি: রুবেলকে ফিরিয়ে আনুন
রুবেলের সহযোদ্ধারা বলেন, তিনি তরুণ সমাজের মাঝে একজন জনপ্রিয়, সাহসী ও আদর্শিক নেতার প্রতিচ্ছবি। তার বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং পূর্বের পদে পুনর্বহালই হবে সংগঠনের জন্য একটি ইতিবাচক বার্তা।