নিয়াজ,চট্টগ্রাম প্রতিনিধি :
কক্সবাজারের মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মঞ্জুরুল হক। তিনি এতদিন কক্সবাজার পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
অন্যদিকে,২০ ই মে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানা যায় মহেশখালী থানার বর্তমান ওসি কায়সার হামিদকে কক্সবাজার পুলিশ লাইনে বদলি করা হয়েছে।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাজমুস সাকিব খান বদলির বিষয়টি নিশ্চিত করেন।
কক্সবাজার পুলিশ সুপার সাইফুদ্দীন শাহীন এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওসি কায়সার হামিদকে কক্সবাজার পুলিশ লাইনে বদলি করে মহেশখালী থানার ওসি হিসেবে মঞ্জুরুল হককে পদায়ন করা হয়েছে।
নতুন ওসি মন্জুরুল হক বলেন, “মহেশখালী থানায় বদলির আদেশ পেয়েছি। খুব শীঘ্রই যোগদান করবো।
তিনি আরো বলেন,মহেশখালীর নানান অপরাধ দমন ও আইন শৃঙ্খলা টিক রাখতে সকলের সহযোগীতা কামনা করছি সেই সাথে যে কোন সমস্যার সমাধানে দালাল বিহীন সরাসরি থানায় গিয়ে আমার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।
তবে নতুন ওসি মহোদয়ের কাছে দ্বীপ বাসীর প্রত্যাশা সাধারণ জনগণ যেন হয়রানির শিকার না হয় এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন সকল কাজ সম্পন্ন করা হয়