২৬শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে জিলকদ, ১৪৪৬ হিজরি

বাকৃবি ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ক্লাবের (বাউসিসি) উদ্যোগে IELTS ও উচ্চশিক্ষার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । এ সময় শিক্ষার্থীদের ভাষা দক্ষতা জন্য এ সেন্টার ফর ইংলিশ (এসিই ) ও উচ্চশিক্ষার বিষয়ক পরামর্শ দিতে ক্যারিয়ার ব্রিজ প্রতিষ্ঠান কর্মশালায় অংশগ্রহণ করেছে ।

শনিবার (২৪ মে) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে ।

এ সময় এসিই -এর ইন্সট্রাক্টর আরিফুল হক সোহেল তার বক্তব্যে ইংরেজি ভাষার ইতিহাস এবং IELTS প্রস্তুতির প্রয়োজনীয় দিকগুলো তুলে ধরেন।
তিনি বলেন, অনেক আগে খ্রিস্টপূর্ব যুগেও ইংল্যান্ডে নানা জাতিগোষ্ঠীর বসবাস ছিল, যেমন স্কটিশ, ভাইকিং, রোমান। তাদের ভাষার মিশ্রণ থেকেই গড়ে ওঠে আজকের ইংরেজি ভাষা। আসলে ইংরেজি অনেকাংশে এসেছে ফরাসি ভাষা থেকে, যদিও এটি জার্মানিক ভাষা হিসেবে পরিচিত। বহু সংস্কৃতির প্রভাবে ইংরেজি একটি মিশ্র ভাষায় পরিণত হয়েছে। ‘Beowulf’ ছিল প্রথম ইংরেজি সাহিত্যকর্ম।নরম্যান বিজয়ের পর সমাজে ভাষার বিভাজন তৈরি হয়—উঁচু ও নিচু শ্রেণির আলাদা ভাষা ব্যবহার শুরু হয়।

তিনি জানান, ১৬ বছর বয়স হলেই এবং পাসপোর্ট থাকলে এই পরীক্ষায় অংশ নেওয়া যায়। স্পিকিং, রিডিং, রাইটিং এবং লিসেনিং – এই চারটি পার্ট থাকে। ভালো ফল করতে হলে দরকার তথ্যভিত্তিক প্রস্তুতি, নিয়মিত প্র্যাকটিস এবং আত্মবিশ্বাস।

ক্যারিয়ার ব্রিজের সিনিয়র কাউন্সেলর রাইসা আনজুম এলমা তার প্রেজেন্টেশনে জানান, উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে হলে প্রয়োজন সঠিক পরিকল্পনা এবং ফান্ডিং-এর বিষয়ে সচেতনতা। IELTS, TOEFL, Duolingo, GRE, GMAT, SAT -এই আন্তর্জাতিক পরীক্ষাগুলোর বিস্তারিত দিক তুলে ধরেন তিনি। স্কলারশিপ পাওয়ার জন্য কিছু ধাপ অনুসরণ করতে হয় এবং সেজন্য প্রয়োজন সঠিক গাইডলাইন।

তিনি আরও বলেন, ক্যারিয়ার ব্রিজ আবেদন, ফিন্যান্স, ডকুমেন্টেশনসহ পুরো প্রক্রিয়ায় সহায়তা করে।
ভিসা প্রক্রিয়ার তিনটি ধাপ যেমন অফার লেটার, ফিনান্স ও ফাইনাল সাবমিশন নিয়ে বিস্তারিত ধারণা দেন তিনি।

প্রতিষ্ঠান দুটিকে কৃতজ্ঞতা জানিয়ে ক্যারিয়ার ক্লাবের সাধারণ সম্পাদক এফ এন ফাহিম বলেন, “বাকৃবির শিক্ষার্থীরা বিদেশে যাওয়ার সব ধরনের যোগ্যতা রয়েছে। তবে সরকারি চাকরির প্রতি তাদের ঝোঁক বেশি। এটা ভালো দিক, তবে আমার কাছে এটি মাঝারি লক্ষ্য মনে হয়। শুধু দেশেই চাকরি করবে এমন মনোভাব কিছুটা সীমিত। আমি চাই তারা আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার মানসিকতা গড়ে তুলুক। শিক্ষার্থীদের মানসিকতা গঠনে বাউসিসি এবং আজকের প্রতিষ্ঠানদ্বয়ের ভূমিকা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, এসিই হলো একটি ভাষা ও দক্ষতা উন্নয়নমূলক প্রতিষ্ঠান, যা IELTS প্রস্তুতি ও ইংরেজি দক্ষতা বৃদ্ধিতে শিক্ষার্থীদের সহায়তা করে। তারা শিক্ষার্থী-কেন্দ্রিক পরিবেশে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে কার্যকর প্রশিক্ষণ প্রদান করে এবং ক্যারিয়ার ব্রিজ সাল থেকে উচ্চশিক্ষার পরামর্শদাতা প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।তারা বিদেশে পড়াশোনার জন্য আবেদন, সিভি, এসেও ও সাক্ষাৎকার প্রস্তুতিতে সহায়তা করে এবং শিক্ষার্থীদের জন্য স্বচ্ছ ও পেশাদার নির্দেশনা নিশ্চিত করে

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ক্লিনারদের জন্য বাকৃবিতে আধুনিক বহুতল আবাসিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ৪র্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে শুধুমাত্র ক্লিনারদের লিফটসহ আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ছয়তলা আবাসিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার

বেরোবি দুর্যোগ ব্যবস্থাপনা ই-লার্নিং সেন্টারের নতুন পরিচালক অধ্যাপক জাকিউর রহমান

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের দুর্যোগ ব্যবস্থাপনা ই-লার্নিং সেন্টারের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ

আদিনা কলেজে রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকী উদযাপিত

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি  আজ ২৪ মে ২০২৫ তারিখ শনিবার জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আদিনা ফজলুল হক সরকারি কলেজে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৫ শিক্ষার্থী

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দ্বিতীয়বারে মতো কৃতি শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। এতে আটটি অনুষদের সর্বোচ্চ ফল অর্জনকারী ৩৫ শিক্ষার্থীকে এই

Scroll to Top