খাজা মঞ্জুর মাহমুদ, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আগামী ২৮ মে ঢাকা বিভাগীয় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে ২৫মে রোববার জেলা পরিষদ অডিটরিয়ামে সরাইল উপজেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকীর সভাপতিত্বে ও সরাইল উপজেলা যুবদলের সদস্য সচিব নূর আলম এর সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সংগ্রামী সভাপতি জনাব মোঃ শামীম মোল্লা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক জনাব ইয়াসিন মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ মুছা, সৈয়দ তৈয়মুর রেজা, সাংগঠনিক সম্পাদক আতিকুল হক জালাল, সরাইল উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক নুরুল আমিন মাস্টার প্রমুখ।
প্রস্তুতি সভাটিতে উপজেলার প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে জেলা পরিষদ অডিটরিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে উঠে।
বক্তাগন প্রস্তুতি সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী ২৮ মে ঢাকায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে নেতাকর্মীদের দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।