২৮শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৬ হিজরি

নজরুল বিশ্ববিদ্যালয়ের নজরুল পদক পেলেন দুই গুণী

তনিয়া আক্তার, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
‘মোরা বন্ধন-হীন জন্ম-স্বাধীন, চিত্ত মুক্ত শতদল’ প্রতিপাদ্যকে ধারণ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জাঁকজমকভাবে দুই দিনব্যাপী ১২৬তম নজরুল জয়ন্তী ২০২৫ সফলভাবে সমাপ্ত হয়েছে। দুই দিনব্যাপী এ আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল নজরুল পদক প্রদান পর্ব।

সোমবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান’ মঞ্চে আয়োজিত আলোচনা সভা ও পদক প্রদান অনুষ্ঠানে নজরুল গবেষণায় বিশেষ অবদানের জন্য অধ্যাপক ড. রশিদুন নবী এবং নজরুল সংগীতে বিশেষ অবদানের জন্য শিল্পী মো. ইয়াকুব আলী খানকে ‘নজরুল পদক’ প্রদান করা হয়। তাঁদের হাতে পদক ও সনদ তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার। তিনি বলেন, “নজরুল বিশ্ববিদ্যালয় যেভাবে নানা কর্মসূচির মধ্য দিয়ে নজরুলকে স্মরণ করছে, সে জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। অন্যায়ের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে, ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য নজরুলের গান, কবিতা আমাদের তরুণদেরকে, আমাদেরকে-উদ্দীপিত করেছে। সেই নজরুলকে আজকে এত বড় একটা মেলার মধ্য দিয়ে স্মরণ করে, তাঁর প্রতি আমাদের যে জাতীয় ঋণ, তা সামান্য পরিশোধের চেষ্টামাত্র।”

তিনি আরও বলেন, “নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা সময়ের দাবি। আমরা জাতি হিসেবে যেমন একটা অস্থির সময় অতিবাহিত করছি, ঠিক তেমনি আমাদের সামনে অপার সম্ভাবনার সুযোগ এসেছে। জাতি হিসেবে একটা অপশক্তিকে পরাজিত করেছি। এখন বিভিন্ন প্রকার সংস্কার কাজ জরুরি হয়ে পড়েছে। তবে এই সংস্কার কাজ এককভাবে শুধু সরকারের নয়। আমরা জাতি হিসেবে ঐকমত্যের ভিত্তিতেই এই সংস্কার কাজ সম্পন্ন করতে চাই। আমি সকলের কাছে আহ্বান জানাই সংকীর্ণ বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সকলে মিলে এই সংস্কার কাজে এগিয়ে আসুন। দেশের জনগণ যে উদ্দেশ্য নিয়ে নতুন রাষ্ট্র গড়ে তুলেছে, জনগণের সেই উদ্দেশ্য যেন এই সরকার বাস্তবায়ন করতে পারে।”

বিশ্ববিদ্যালয়গুলোর স্বাভাবিক শিক্ষা পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এখনও কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা বিরাজমান। লেখাপড়া ও পরীক্ষা চালু করার মধ্য দিয়ে অস্থিরতা দূর করে শিক্ষার স্বাভাবিক পরিবেশ দ্রুত ফিরিয়ে আনতে শিক্ষক, শিক্ষার্থীসহ সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।”

সভাপতির বক্তব্যে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “বিংশ শতকে যাঁর কর্মের জন্য আজ ১০০ বছর পরেও আমরা তাঁকে স্মরণ করি। আগামীতে তিনি আরও বলিষ্ঠভাবে আমাদের মাঝে বেঁচে থাকবেন। কবি নজরুলের দর্শন কোনভাবেই অবজ্ঞা করার নয়। তিনি সমাজ থেকে সাম্প্রদায়িকতা, অসাম্য, দলাদলি, অন্যায় অত্যাচার দূর করতে চেয়েছিলেন। আর সেজন্য যে অসীম সাহস দরকার, সেটা আমরা তাঁর কবিতা-গানে, লেখনীতে দেখতে পাই। তিনি প্রেমের কবি, তিনি বিদ্রোহেরও কবি। তিনি তাঁর যে অনবদ্য ও শ্রেষ্ঠ সৃষ্টি করেছিলেন তা এই বাংলাদেশেই হয়েছিল। তিনি সাম্প্রদায়িকতা দূর করার জন্য বলেছিলেন দুই সম্প্রদায়ের মধ্যে গালাগালি নয়, বরং গলাগলির জন্য কাজ করে যাব।”

তিনি আরও বলেন, “বাংলা সাহিত্যের প্রতিটি ক্ষেত্রেই নজরুলের বিচরণ রয়েছে। যাঁর অবদান আমাদের সমাজ, সংস্কৃতি—সব জায়গায় সর্বভাবে বিরাজমান। তাঁর এই অবদান আগামীতেও অব্যাহত থাকবে। নজরুলের দর্শনকে ধারণ করে ১৯৭১ পেয়েছি এবং একইভাবে জুলাই-আগস্টে সেই যুব সমাজই সেই কাজটা সম্পাদন করেছে। নজরুলের চেতনা পুনরুজ্জীবিত করতে হবে। আবার যেন কোন অশনি আমাদের মাঝে ভর করতে না পারে, সমাজ যেন এগিয়ে যায়। যেভাবে আমরা ফ্যাসিস্ট সরকারকে সরিয়েছি, আগামীতেও হারমনির জন্য এই যুব সমাজকে মুখ্য ভূমিকা পালন করতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, নজরুল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এম. জাকির হোসেন খান। স্বাগত বক্তব্য দেন নজরুল পদক প্রদান উপ-কমিটি ২০২৫-এর সদস্য-সচিব অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)।

আলোচনা সভা ও পদক প্রদান পর্বে আরও উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ. এইচ. এম. কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. তপন কুমার সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মিজানুর রহমান, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান এবং পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ড. মো. আশরাফুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান রায়হানা আক্তার ও মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আব্দুল মোমেন।

এছাড়া সকাল থেকে পুরাতন প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় কনফারেন্স কক্ষে ‘আন্তর্জাতিক নজরুল বক্তৃতামালা ২০২৫’ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ও ভারতের শিক্ষক, গবেষক ও নজরুল অনুরাগীরা এদিন চারটি প্রবন্ধ উপস্থাপন করেন। সন্ধ্যা সাতটায় ‘গাহি সাম্যের গান’ মঞ্চে আবৃত্তি, নৃত্য, সংগীত ও নাটক জিনের বাদশা পরিবেশিত হয়।

উল্লেখ্য, নজরুল জয়ন্তীর কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, বইমেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্যাম্পাস সজ্জা ও আলোকসজ্জাসহ নানা বর্ণাঢ্য আয়োজন। আয়োজনে অংশগ্রহণ ও সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে উপাচার্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রমী এসাইনমেন্ট, চলছে বৃক্ষরোপণ

তনিয়া আক্তার, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে চলছে গাছের চারা লাগানোর এসাইনমেন্ট। বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের দর্শন

পটুয়াখালী ভার্সিটিতে, দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

জাকির হোসেন হাওলাদার, দুমকি ও পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগে প্লাম্বিংয়ের কাজ করার সময় দেয়াল ধসে রাফিউল্লাহ খান (রাফি)( ২১)নামে

৭ জুন ঈদুল আজহা, চাঁদ দেখা গেছে বাংলাদেশের আকাশে

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের আকাশে বুধবার সন্ধ্যায় ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে ইসলামিক পঞ্জিকা অনুযায়ী আগামী ৭ জুন, শনিবার সারাদেশে পবিত্র ঈদুল

ঈদের ছুটিতে আবাসিক হল সমূহ খোলা রাখার দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পূর্ব-ঘোষিত ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল-সমূহ খোলা রাখার দাবিতে মানববন্ধন করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

Scroll to Top