২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নবাগত THO & FPO মোঃ আরিফুল হককে কার্যনির্বাহী বণিক সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা কুষ্টিয়া প্রতিনিধি:

খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সদ্য যোগদানকৃত টিএইচও (THO) মোঃ আরিফুল হককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে খোকসা হাসপাতাল গেট কার্যনির্বাহী বণিক সমিতি।
আজ মঙ্গলবার, ২৭ মে ২০২৫, দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এই শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বণিক সমিতির সম্মানিত সভাপতি মোঃ কাওসার উল-আলম সৈয়দ, যাঁর নেতৃত্বেই এই সংবর্ধনার আয়োজন করা হয়। আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ মকবুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আতিক উল-আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ এস. এম. রবিউল আলমসহ বণিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

উল্লেখযোগ্য যে, মোঃ আরিফুল হক একজন অভিজ্ঞ স্বাস্থ্য কর্মকর্তা। তিনি পূর্বে কুষ্টিয়া মেডিকেল কলেজে লেকচারার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে তিনি ১৯ মে ২০২৫, সোমবার, খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিএইচও পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

বণিক সমিতির পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয় যে, তাঁর আগমন খোকসা উপজেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যবসায়ী সমাজ সবসময় গঠনমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে প্রশাসনের পাশে থাকবে বলে তারা জানান।

এই শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে একটি সুন্দর সমন্বয় গড়ে উঠেছে প্রশাসন ও ব্যবসায়ী সমাজের মধ্যে, যা আগামী দিনে উন্নয়নের ধারাকে আরও গতিশীল করবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top