২৮শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৬ হিজরি

গত ছয় মাসে দেশে এসেছে ৭৫৬ মিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ: বিডা

নিজস্ব প্রতিনিধি:

গত বছরের অক্টোবর থেকে ২০২5 সালের মার্চ পর্যন্ত সময়ে বাংলাদেশে ৭৫৬ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ (প্রায় ৯ হাজার কোটি টাকা) নেট বিদেশি বিনিয়োগ এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

মঙ্গলবার (২৭ মে) সংস্থাটি এক বিবৃতিতে এই তথ্য জানায়। এতে বলা হয়, বিগত ছয় মাসে দেশে মোট ৭৩৯টি নতুন শিল্প প্রকল্প নিবন্ধিত হয়েছে। এর মধ্যে শতভাগ বিদেশি মালিকানাধীন প্রকল্প রয়েছে ৬৬টি এবং যৌথ বিনিয়োগে পরিচালিত প্রকল্প রয়েছে ৬১টি।

বিবৃতিতে আরও জানানো হয়, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এ সময়ের মধ্যে ১৬টি প্রতিষ্ঠানের সঙ্গে জমি ইজারা চুক্তি সম্পাদন করেছে। এর মধ্যে ৬টি শতভাগ বিদেশি মালিকানাধীন এবং ৩টি যৌথ বিনিয়োগে পরিচালিত প্রকল্প।

বিডার পক্ষ থেকে এ তথ্য জানানো হয় দেশের এক শিল্প সংগঠনের সাম্প্রতিক দাবি–“গত আট মাসে দেশে কোনো বিদেশি বিনিয়োগ আসেনি”—এর জবাবে। বিডা বলছে, তথ্যভিত্তিক না হয়ে এমন মন্তব্য বিভ্রান্তিকর এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ক্ষুণ্ণ করতে পারে।

সংস্থাটি আরও বলেছে, বিদ্যমান বৈশ্বিক অর্থনৈতিক সংকট এবং ভূরাজনৈতিক টানাপড়েনের মাঝেও বাংলাদেশে ধারাবাহিকভাবে বিদেশি বিনিয়োগ আসছে, যা সরকারের বিনিয়োগবান্ধব নীতিরই প্রতিফলন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

৭ জুন ঈদুল আজহা, চাঁদ দেখা গেছে বাংলাদেশের আকাশে

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের আকাশে বুধবার সন্ধ্যায় ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে ইসলামিক পঞ্জিকা অনুযায়ী আগামী ৭ জুন, শনিবার সারাদেশে পবিত্র ঈদুল

কারাগার থেকে মুক্তি পেলেন জামায়াত নেতা আজহার

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেয়েছেন। বুধবার (২৮ মে) সকাল সাড়ে ৯টায়

সরকারি চাকরিজীবীদের নিয়ম মেনে চলার আহ্বান প্রধান উপদেষ্টার প্রেস সচিবের

নিজস্ব প্রতিনিধি: সরকারি চাকরিজীবীদের আচরণ ও দায়িত্ব পালনের বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “আমরা আশা করি, প্রজাতন্ত্রের

লালমনিরহাট বিমানবন্দর সচল হওয়ার খবরে ভারতের উদ্বেগ

নিজস্ব প্রতিনিধি: প্রায় ৫৪ বছর ধরে বন্ধ থাকা লালমনিরহাট বিমানবন্দরটি আবার চালুর পরিকল্পনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারত। দেশটির গণমাধ্যমগুলো বলছে, চীনের সহায়তায় এই বিমানবন্দর পুনরায়

Scroll to Top