২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

লাখো তরুণ-তরুণীর অংশগ্রহণে বিএনপির তিন সংগঠনের তারুণ্যের সমাবেশ শুরু

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকাল ৩টা ৩৭ মিনিটে লাখো তরুণ-তরুণীর উপস্থিতিতে বিএনপির তিন অঙ্গসংগঠন — ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ শুরু হয়েছে।

সকাল থেকে ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল করে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন। নয়াপল্টন মঞ্চের আশপাশ স্লোগান, দলীয় গান ও পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীত পাশের সড়কে মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঞ্চে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন।

নয়াপল্টনের আশপাশের এলাকা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক নজরদারিতে রয়েছে। সমাবেশের কারণে নয়াপল্টন এলাকা থেকে ফকিরাপুল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

ব্যানার, জাতীয় ও দলীয় পতাকা হাতে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছেন। সমাবেশে অংশগ্রহণকারীরা তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top