৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই সফর, ১৪৪৭ হিজরি

দেনমোহর ও ভরণ-পোষণ চেয়ে হিরো আলমের বিরুদ্ধে স্ত্রীর মামলা

নিজস্ব প্রতিবেদক:

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে দেনমোহর ও ভরণ-পোষণ চেয়ে মামলা করেছেন তার স্ত্রী দাবি করা রিয়ামনি। সোমবার (২৭ মে) ঢাকার একটি পারিবারিক আদালতে দায়ের করা এ মামলায় তিনি ১২ লাখ টাকা দাবি করেছেন। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন রিয়া।

রিয়া বলেন, “হিরো আলম মিডিয়ায় বলে বেড়াচ্ছেন যে আমাকে ডিভোর্স দিয়েছেন। কিন্তু আমি এখনো তেমন কোনো কাগজ হাতে পাইনি। আইনগতভাবে আমি এখনো তার স্ত্রী। সে আমার কোনো খোঁজখবর নেয় না। তাই দেনমোহর ও ভরণ-পোষণের জন্য আদালতের দ্বারস্থ হয়েছি।”

এর আগে ১৭ এপ্রিল হিরো আলম বগুড়ার এরুলিয়া এলাকায় নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে রিয়ামনির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে তার সঙ্গে সংসার না করার ঘোষণা দেন। তিনি জানান, ঢাকায় ফিরেই রিয়ামনিকে ডিভোর্স দেবেন।

সংবাদ সম্মেলনে হিরো আলম অভিযোগ করেন, তার মুমূর্ষু বাবাকে এক মাস ধরে হাসপাতালে রেখে তিনি লড়াই করছিলেন, কিন্তু রিয়ামনি একবারও খোঁজ নিতে আসেননি। এমনকি বাবার মৃত্যুর পর মরদেহ দেখতেও আসেননি। এ কারণেই তিনি তার সঙ্গে সংসার চালাতে অনিচ্ছুক।

উল্লেখ্য, হিরো আলমের পালক বাবা আবদুর রাজ্জাক গত ১৫ এপ্রিল ঢাকার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ১৬ এপ্রিল বগুড়ার এরুলিয়ায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

ওই দিনই হিরো আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে রিয়ামনিকে ‘বয়কট’ করার ঘোষণা দেন। তবে রিয়া আইনত এখনো স্ত্রী হিসেবে স্বীকৃত দাবি করে আইনি পদক্ষেপ নিয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top