২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শাপলার গণহত্যার সমর্থক শাহবাগীদেরও বিচার করতে হবে : হেফাজতে ইসলাম বাংলাদেশ

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি

ইসলামবিদ্বেষী ফ্যাসিস্ট শাহবাগীদের চক্রান্তের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। মঙ্গলবার (২৮ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এ আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, ২০১৩ সালে ভারতের মদদপুষ্ট শাহবাগের তথাকথিত গণজাগরণ মঞ্চ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ন্যায়বিচার ধ্বংসের জন্য ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র ছিল। সেই শাহবাগ ঘিরে আধিপত্যবাদী ভারতের আগ্রাসী পরিকল্পনা ব্যর্থ করে দেয় হেফাজতে ইসলাম। এরই খেসারত হিসেবে ৫ মে শাপলা চত্বরে রাষ্ট্রীয় বর্বরোচিত গণহত্যার শিকার হন তৌহিদি জনতা। সে রাতে শাহবাগী বাম-সেক্যুলার গোষ্ঠী এ হত্যাযজ্ঞের সরাসরি উস্কানিদাতা ও সমর্থক ছিল। তাই শাপলার গণহত্যার নেপথ্যের সেই শাহবাগীদেরও বিচারের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, শাপলা চত্বরে শহীদদের রক্তঋণ শোধে ২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা বীরোচিত ভূমিকা রেখেছে। এই অভ্যুত্থানে ৮৪ জনের বেশি মাদরাসার ছাত্র-শিক্ষক শহীদ হন। গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের জননী শেখ হাসিনাকে অপসারণ করে দেশকে স্বাধীনতা-সার্বভৌমত্বের নতুন ধারায় ফিরিয়ে আনা হয়েছে। তাই জুলাইয়ের সেই ঐতিহাসিক চেতনা ধরে রেখে ইসলামবিদ্বেষী শাহবাগী-বাম-সেক্যুলারদের নতুন করে ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, একটি বৃহৎ রাজনৈতিক দলের শীর্ষ নেতা সম্প্রতি ইসলামপন্থী ও আলেম সমাজকে ‘মৌলবাদী’ বলে কটাক্ষ করেছেন। যা ভারতের ও আওয়ামী ফ্যাসিবাদের পুরনো সুর। এ ধরনের ভাষা পরিহার করতে হবে, নইলে দেশবাসীর কাছে প্রত্যাখ্যাত হবেন।

এছাড়া, শাহবাগীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্র-জনতাকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সচিবালয়ের অস্থিরতা বন্ধে দ্রুত অন্তর্বর্তী সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top