২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে সফর, ১৪৪৭ হিজরি

বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সরলেন ফারুক আহমেদ

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। আইসিসির গেম ডেভেলপমেন্ট বিভাগে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা থাকা বুলবুল এবার দেশের ক্রিকেট প্রশাসনের শীর্ষ পদে আসীন হলেন।

শুক্রবার (৩১ মে) জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বিসিবির পরিচালক হিসেবে মনোনীত করে। এরপর বিসিবির পরিচালনা পর্ষদের বৈঠকে পরিচালকদের প্রত্যক্ষ ভোটে আমিনুল ইসলামকে সভাপতি নির্বাচিত করা হয়। তিনি দেশের প্রথম টেস্ট অধিনায়ক হিসেবেও পরিচিত।

এর আগে বিসিবির সভাপতির দায়িত্বে ছিলেন আরেক সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। তবে গত বছরের রাজনৈতিক অস্থিরতার পর ক্রীড়াঙ্গনেও আসে বড় পরিবর্তন। আওয়ামী লীগ সরকারের পতনের পর এনএসসি ফারুক আহমেদকে বিসিবি পরিচালক হিসেবে মনোনীত করেছিল। এরপর পরিচালকদের ভোটে তিনিই সভাপতি হন।

কিন্তু মাত্র ৯ মাসের ব্যবধানে পরিচালকদের অনাস্থা এবং অভ্যন্তরীণ সংকটের কারণে তার বিপক্ষে অবস্থান নেন বেশিরভাগ পরিচালক। ফলে ২৯ মে জাতীয় ক্রীড়া পরিষদ তার পরিচালক পদ প্রত্যাহার করে নেয়, যার ফলে বিসিবির সভাপতি পদেও তার থাকা সম্ভব হয়নি।

পরিবর্তিত পরিস্থিতিতে নতুন নেতৃত্বে যাচ্ছে বিসিবি। ক্রিকেট সংশ্লিষ্টরা আশা করছেন, আমিনুল ইসলাম বুলবুলের অভিজ্ঞতা দেশের ক্রিকেট প্রশাসনে নতুন গতি আনবে এবং মাঠ ও মাঠের বাইরের অনেক সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top