২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নির্বাচন পেছানোর চেষ্টা করবেন না: অন্তর্বর্তী সরকারকে মির্জা আব্বাসের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অন্তর্বর্তী সরকারের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্বাচন পেছানোর কোনও চেষ্টা সফল হবে না। তিনি দাবি করেন, ডিসেম্বরে নির্বাচন না হলে দেশে আর কখনো সুষ্ঠু নির্বাচন হবে না এবং তখন বাংলাদেশ বিদেশি প্রভুদের কাছে পদানত হয়ে পড়বে।

শুক্রবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচন ও ড. ইউনূস প্রসঙ্গ

আব্বাস বলেন, “আমরা জানি ডিসেম্বরে নির্বাচন না হলে তা আর কখনো হবে না। ড. ইউনূস জাপানে বসে বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন— বলেছেন একমাত্র বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায়। অথচ প্রথমে তিনিই ডিসেম্বরে নির্বাচনের কথা বলেছিলেন।”

তিনি অভিযোগ করেন, বিএনপির সঙ্গে বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলেছিলেন, জুনে নির্বাচন হতে পারে। এ বিষয়ে প্রশ্ন তুলে আব্বাস বলেন, “প্রেস সেক্রেটারির বক্তব্য আর আপনার বক্তব্য কি এক?”

অন্তর্বর্তী সরকারের সংস্কার নিয়ে সমালোচনা

মির্জা আব্বাস বলেন, “অন্তর্বর্তী সরকার সংস্কার করার কথা বলছে অথচ বাইরে থেকে যারা এ দেশের নাগরিক নন, তাদের এনে সংস্কার করতে চাইছে। যাদের এই দেশের প্রতি মমত্ববোধ নেই, তারা কীভাবে দেশের সংস্কার করবে?”

নিউমুরিং টার্মিনাল ও জাতীয় স্বার্থ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, “টার্মিনালটি সক্ষম থাকা সত্ত্বেও কেন এটি বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে? বিদেশিরা টাকা বাংলাদেশে রেখে যাবে না। দেশের মানুষের হাতেই থাকা উচিত এই টার্মিনালের দায়িত্ব।”

সীমান্ত ইস্যু ও জাতীয় নিরাপত্তা

তিনি বলেন, “সেন্টমার্টিনে মানুষ খাবার পাচ্ছে না, কাপড় পাচ্ছে না, বাচ্চারা স্কুলে যেতে পারছে না। এমন কী হয়েছে সেখানে যে বাংলাদেশি নৌকা যেতে পারবে না? আমরা জানতে চাই। সাজেকে কী হচ্ছে, তাও জানতে চাই।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্টন থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী হাসিবুর রহমান শাকিল। উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।

মির্জা আব্বাস তার বক্তব্যে নির্বাচনের সময়সূচি ঘোষণার দাবি পুনর্ব্যক্ত করেন এবং দেশের স্বার্থে জাতীয় সিদ্ধান্ত নিতে সরকারকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top