৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল: দেশের ক্রিকেটের উন্নয়নে ‘সব ছেড়ে’ এসেছি

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেললেও কাঙ্ক্ষিত উন্নতির মুখ দেখেনি টাইগাররা। অন্যদিকে, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান উঠে আসা একটি দল হিসেবেই ক্রিকেটবিশ্বে ইতোমধ্যে উল্লেখযোগ্য পারফরম্যান্স করে যাচ্ছে। এই প্রেক্ষাপটে দেশের ক্রিকেটের হাল ধরতে দায়িত্ব পেলেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

বিসিবির নেতৃত্বে পরিবর্তন

বর্তমান সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে পরিবর্তন আসে। স্বেচ্ছাচারিতার অভিযোগে বোর্ডের আট পরিচালক বিসিবি সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা জানান। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদ তার পরিচালক পদ প্রত্যাহার করে নেয়, ফলে সভাপতির পদও হারান তিনি।

পরদিন শুক্রবার ক্রীড়া পরিষদের মনোনয়নে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল বিসিবির পরিচালক হন এবং বোর্ড সভায় পরিচালকদের সর্বোচ্চ ভোটে সভাপতি পদে নির্বাচিত হন।

আইসিসির চাকরি ছেড়ে দেশে ফেরা

বিসিবির দায়িত্ব নিতে আইসিসির ক্রিকেট ডেভেলপমেন্ট প্রোগ্রামের চাকরি ছেড়ে দেশে ফিরেছেন আমিনুল ইসলাম। এ প্রসঙ্গে তিনি বলেন, “আইসিসিতে আমার চাকরিটা আগে পার্মানেন্ট ছিল। পরে আমি নিজেই চুক্তিভিত্তিক হয়ে যাই। বেতন ও সুযোগ-সুবিধা বেশি থাকলেও আমি সিদ্ধান্ত নিয়েছি নবায়ন না করে দেশের ক্রিকেটে সম্পূর্ণ মনোযোগ দিতে।”

তিনি আরও বলেন, “এই জুনেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তবে নবায়ন আর করছি না। বিসিবির দায়িত্ব নেব বলেই এসেছি। আইসিসি থেকে বলা হয়েছে, ভবিষ্যতে আবার ফিরে যেতে চাইলে তারা গ্রহণ করবে। কিন্তু এখন দেশের ক্রিকেটের জন্য কাজ করাই আমার মূল লক্ষ্য।”

নতুন প্রত্যাশা

বহু বছর ধরে দেশের বাইরে থাকলেও বাংলাদেশের ক্রিকেট নিয়ে সবসময় চিন্তা করে আসছেন আমিনুল। কিন্তু তার কথায়, আওয়ামী লীগ সরকারের সময় তাকে গুরুত্ব দেওয়া হয়নি। তবে এবার নতুন দায়িত্ব পেয়ে তিনি আশাবাদী, দেশের ক্রিকেটের কাঙ্ক্ষিত উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।

তিনি বলেন, “সব কিছু ছেড়েই আমি এসেছি। এখন এই দায়িত্ব মন-প্রাণ দিয়ে পালন করতে চাই। দেশের ক্রিকেটকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে চাই।”

নতুন সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের দায়িত্ব গ্রহণ দেশের ক্রিকেটের জন্য নতুন দিগন্ত উন্মোচন করতে পারে—এমনটাই আশাবাদী ক্রিকেটপ্রেমীরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top