২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঈশ্বরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

শাহ আলম কৌশিক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছে স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। তাঁর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি সহ সকল অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৩০ মে) বাদ জুমা ঈশ্বরগঞ্জ অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ময়মনসিংহ উওর জেলা যুবদলের সহ-সভাপতি মো.আজিজুল হাই সোহাগ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক এবং ১৫৩-ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো.আমিরুল ইসলাম ভূঁইয়া মনি।

এ সময় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে অডিটোরিয়ামটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এক আবেগঘন পরিবেশে বক্তারা শহীদ জিয়ার দেশপ্রেম, রাজনীতি, মুক্তিযুদ্ধের অবদান ও দেশের জন্য আত্মত্যাগ তুলে ধরেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন,ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মো.কামরুজ্জামান লিটন, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম- আহবায়ক মো.আতিকুর রাজ্জাক ভূঞা হিরা,ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো.শাহজাহান জয়পুরী,ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মো.আব্দুল্লাহ আল মামুন খোকন,ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মো.নূরে আলম জিকু,ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক মো.জুলফিকার আলী টিপু,ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক মো.হায়দার আলী,

এছাড়াও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উওর জেলা যুবদলের সহ-সভাপতি মো.আজিজুল হাই সোহাগ,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো.আমিনুল ইসলাম মিন্টু,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক শাহীন ফরিদ, ঈশ্বরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো.কামাল হোসেন সরকার,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন চকদার, ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হারুন অর রশিদ,ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রদলেরর আহ্বায়ক তারেক আফরোজ নওশাদ, সদস্য সচিব রিদওয়ান আহমেদ রিজন, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব শাহ সৌরভ প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে বক্তারা বলেন,আগামী দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top