৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ব্রাজিলকে ষষ্ঠ বিশ্বকাপ জেতাতে রিয়াল মাদ্রিদের ছায়ায় আনচেলত্তি

নিজস্ব প্রতিবেদক:

কক্ষচ্যুত ব্রাজিলকে আবারও বিশ্ব ফুটবলের চূড়ায় ফেরানোর চ্যালেঞ্জ নিয়েছেন কার্লো আনচেলত্তি। বয়স ৬৫, এই প্রথমবারের মতো কোনো জাতীয় দলের দায়িত্বে এলেন তিনি, আর প্রথম টার্গেট—ব্রাজিলকে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা এনে দেওয়া।

স্প্যানিশ ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে সবচেয়ে বেশি সাফল্য পাওয়া আনচেলত্তি এবার ব্রাজিল দলকেও খেলাতে চান রিয়াল মাদ্রিদের মতো ছন্দে। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, এবারকার নয়, বরং ২০২৩-২৪ মৌসুমে তার অধীনে পাঁচটি শিরোপা জয় করা রিয়ালের খেলার ধরনই অনুসরণ করতে চান তিনি।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, “আমার ব্রাজিল দল রিয়াল মাদ্রিদের মতো খেলবে। তবে এ বছরের রিয়াল মাদ্রিদের মতো নয়, গত বছরের রিয়ালের মতো। আমি সেটাই চাই।”

ব্রাজিল ২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জেতে। এরপর অনেক সাফল্য এলেও, দেশের বাইরে কোনো বড় টুর্নামেন্টে ২০০৯ সালের পর আর সেমিফাইনাল পর্যন্তও উঠতে পারেনি সেলেকাওরা। এই দীর্ঘ শুষ্কতা কাটাতেই আনচেলত্তির ওপর ভরসা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন।

আনচেলত্তি মনে করেন, “ব্রাজিল বিশ্বের সেরা জাতীয় দল। এটা আমি বলছি না, তাদের জার্সির পাঁচটি তারা নিজেই বলছে। এখন ষষ্ঠ ট্রফি আনাই আমার চ্যালেঞ্জ। তবে সেটা একা সম্ভব নয়। পুরো জাতিকে আমাদের পাশে থাকতে হবে। খেলোয়াড়দের থাকতে হবে বিনয়ী ও ঐক্যবদ্ধ। নম্রতা ছাড়া আপনি কিছুই করতে পারবেন না।”

আসন্ন বিশ্বকাপে আনচেলত্তির ব্রাজিল দল কতটা বদলে যাবে এবং তার রিয়াল-ছোঁয়া কৌশলে কতটা সফলতা মিলবে, তা দেখার অপেক্ষায় এখন গোটা ফুটবল বিশ্ব।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top