১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই সফর, ১৪৪৭ হিজরি

ভোলার বেড়িবাঁধসমূহের কাজ যথাসময়ে শেষ না করলে আইনি ব্যবস্থা নিবো – জেলা প্রশাসক

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধিঃ

ভোলার তজুমদ্দিন স্লুইসগেট এলাকার রিং বাঁধ ভেঙ্গে নিম্মাঞ্চল প্লাবিত হওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসে ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেছেন, ভোলার উপকূলীয় অঞ্চলের বেড়িবাঁধগুলোর কাজ যথাসময়ে শেষ না করলে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ঠিকাদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কারন আমাদের উদ্দেশ্য ভোলার মানুষকে নিরাপদ রাখা। শুক্রবার (৩০ মে) ভোলার তজুমদ্দিনে ক্ষতিগ্রস্ত রিং বেড়িবাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরো বলেন, বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলাগুলোর মধ্যে আমরা বেশী ক্ষতিগ্রস্ত হয়েছি। তজুমদ্দিনের বেড়িবাঁধটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে অনেক এলাকা ডুবে গিয়েছে। যদিও আমরা পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয়দের সহযোগীতায় বাধেঁর সংস্কার করতে পেরেছি এবং এতে বড় ধরনের ক্ষতির হাত থেকে এ এলাকার মানুষ রক্ষা পেয়েছে। ইতিমধ্যে তাৎক্ষণিকভাবে আমাদের সাধ্যমতো উপজেলা প্রশাসনের সহায়তায় ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে চাল, গো-খাদ্য এবং শিশু খাদ্য পৌঁছাতে পেরেছি।

এ সময় উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাহাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইব্রাহিম আসাদ, পানি উন্নয়ন বোর্ডের এস ও তানভীর আহমেদ, এবং উপজেলা বিএনপি’র সদস্য সচিব ওমর আসাদ রিন্টু।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top