২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে সফর, ১৪৪৭ হিজরি

বিএনপির বিরুদ্ধে জাপান থেকে বক্তব্য দেয়া উচিত হয়নি: গয়েশ্বর চন্দ্র রায়

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, “জাপানে বসে প্রধান উপদেষ্টা যেভাবে বিএনপির বিরুদ্ধে কথা বলছে, তাতে মনে হচ্ছে মানুষ চিনতে ভুল করেছে বিএনপি।”

শনিবার (৩১ মে) সকালে শিল্পকলা একাডেমিতে আয়োজিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে চিত্রকর্ম প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর রায় বলেন, “ছাত্রজনতার বিজয়ের সুফল কিছু মানুষ ভোগ করতে চাইলে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে যাবে। ছাত্রজনতার বিজয় হয়েছিল গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য। এবার গণতন্ত্রের বিজয় আদায় করতে হবে।”

তিনি আরও বলেন, “জিয়াউর রহমান স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্বের স্বার্থে গণমানুষের পাশে ছিলেন। তিনি প্রচারমুখী ছিলেন না, বরং প্রচারই তার পিছুপিছু নিত। স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য কি করতে হবে, কেন করতে হবে—তাই নিয়েই তিনি কাজ করতেন।”

গয়েশ্বর রায় বলেন, “জিয়াউর রহমান ছিলেন গণতন্ত্রের পূজারি। তিনি নিজের জন্য নয়, জাতির জন্য কাজ করতেন। আজ অনেকের মুখে জিয়ার আদর্শ থাকলেও অন্তরে কিছুই নেই।”

জিয়ার স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, “তার সম্পর্কে অনেক স্মৃতি রয়েছে, সব বলা সম্ভব নয়। জিয়া মানেই জাতীয়তাবাদী, জিয়া মানেই দেশপ্রেমিক, জিয়া মানেই গণতন্ত্র। তার প্রত্যেকটি পদচারণার মধ্যে জাতির উদ্দেশ্য স্পষ্ট ছিল। জাতি যদি জিয়ার আদর্শকে ঠিকভাবে উপলব্ধি করতে পারে, তাহলে আমাদের মধ্যে আর ভয় থাকবে না।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top