১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই সফর, ১৪৪৭ হিজরি

সিরাজগঞ্জে পালিত হলো বিশ্ব দুগ্ধ দিবস

শাকিল আহম্মেদ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে আজকের আয়োজিত বিশ্ব দুগ্ধ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে “দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি এক সাথে” এই প্রতিপাদ্যের লক্ষ্যে সিরাজগঞ্জে জেলা প্রসাশক কার্যালয় প্রাঙ্গনে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা ও এতিম শিশুদের মাঝে দুধ পান, গেঞ্জি ও পুরস্কার বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১জুন) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের জেলা প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি’র) দিনভর নানা আয়োজনে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ,কে এম আনোয়ারুল হক এর সভাপতিত্বে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করা হয়।

র‍্যালি শেষে সম্মেলন কক্ষে বিশ্ব দুগ্ধ দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র- ছাত্রীদের মধ্যে বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার হাতে তুলেদেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ কামরুল ইসলাম।

পরে নানা আয়োজনে অংশ হিসেবে শহরের এতিম লিল্লাহ বোডিং শিশুদের ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে দুধ পান ও গেঞ্জি বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন, জেলা প্রাণী সম্পদ দপ্তরের (সাবেক) জেলা ট্রেনিং অফিসার ডাঃ মোঃ হাবিবুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডাঃ মোঃ তোফাজ্জল হোসেন, জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তা আব্দুর রেজ্জাক, সায়নো এগ্রোভেট ম্যানেজিং ডিরেক্টর আঃ কুদ্দুস, জেলা ভেটেরিনারি অফিসার ডাঃ তাপস কান্তি দও, সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন, সরকারি হাঁস মুরগী খামারের ব্যবস্থাপক বাহালল করিম, সকল উপজেলা প্রাণীসম্পদ অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top