২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে সফর, ১৪৪৭ হিজরি

নরসিংদী-৪ আসনে নির্বাচনী গণসংযোগে জননেতা মাওলানা মো. জাহাঙ্গীর আলম

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মাওলানা মো. জাহাঙ্গীর আলম গতকাল বাদ মাগরিব লেবুতলা ইউনিয়নের চকবাজারে এক বিশাল নির্বাচনী গণসংযোগে অংশগ্রহণ করেন।

চকবাজারে স্থানীয় জনগণের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশে গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়। জনস্রোতে পরিণত হওয়া এই জনসংযোগে ব্যবসায়ী, শিক্ষার্থী, যুবক, বয়োজ্যেষ্ঠসহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। গণসংযোগকালে পথসভায় এক হৃদয়গ্রাহী বক্তব্য রাখেন মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব।

বক্তব্যে তিনি বলেন: “বাংলাদেশ জামায়াতে ইসলামী এই দেশ ও জনগণের জন্য কল্যাণকামী রাজনীতি করে আসছে। দেশের ইসলামপ্রিয় জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা একটি ন্যায়ভিত্তিক, ইনসাফপূর্ণ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। আজকের এই গণসংযোগে আপনাদের অকুণ্ঠ সমর্থন প্রমাণ করে, পরিবর্তনের সূচনা এখন সময়ের দাবি। আপনারাই আমার শক্তি, আপনারাই আমার সাহস। ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে ও আপনাদের দোয়া ও সমর্থনে আমরা বিজয় অর্জন করবো এবং মানুষের হক আদায়ের সংগ্রামে বিজয়ী হবো।”

তিনি আরও বলেন, “আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না, চাই সম্প্রীতির বাংলাদেশ। যেখানে দুর্নীতি-দুঃশাসনের জায়গায় আসবে ন্যায়নীতি, জবাবদিহিতা ও উন্নয়ন। আপনারা আমাদের পাশে থাকুন, আমরা আপনাদের সঙ্গে আছি এবং থাকবো।”

এ সময় তার সঙ্গে স্থানীয় জামায়াত ও শিবির নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, ব্যবসায়ী প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এলাকাবাসীর মাঝে আশাবাদের নতুন বাতাস বইতে দেখা যায়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top