২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে সফর, ১৪৪৭ হিজরি

সব আসনেই প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছে জমিয়ত

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি:

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আগামী নির্বাচনে সব আসনেই প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছে। সে লক্ষ্যে সকল জেলা ও মহানগর শাখাসমূহকে পূর্বঘোষিত দলীয় নির্দেশিকার আলোকে দ্রুততম সময়ের মধ্যে প্রার্থী তালিকা চূড়ান্ত করে কেন্দ্রে প্রেরণের তাগিদ দেয়া হয়েছে।

আজ সোমবার (২ জুন) রাজধানীর মিরপুরে জামেয়া হোসাইনিয়া ইসলািমিয়া আরজাবাদে অনুষ্ঠিত দলের নবগঠিত খাস কমিটির প্রথম বৈঠক থেকে সকল জেলা ও মহানগরের দায়িত্বশীলদেরকে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়ার আহবান জানানো হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, যুগ্মমহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজীজ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী।

বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ চামড়া শিল্প রক্ষায় অন্তর্বর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়ে বলেন, আসন্ন ঈদুল আযহায় যেন বিগত বছরগুলোর ন্যায় কোন গোষ্ঠী চামড়া শিল্প নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ না পায়।

জমিয়ত নেতৃবৃন্দ ২০ টাকার নতুন নোটে মসজিদের ছবি সরিয়ে মন্দিরের ছবি যুক্ত করার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, পরিবর্তন ও সংস্কারের নামে এ রকম স্পর্শকাতর জায়গায় হাত দেয়া কোন ভাবেই মেনে নেয়া যায়না, সরকারকে অবিলম্বে মন্দির কিংবা আপত্তিকর ছবিসংবলিত নোট বাজেয়াপ্ত করতে হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top